সম্প্রতি সামাজিক মাধ্যমে Buzz News নামক ফেসবুক পেজ থেকে “ভূমিকম্পের পর বন্যায় এবার লন্ডভন্ড তুরস্ক” শিরোনামে একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, ভূমিকম্পের পর নতুন করে বন্যায় লন্ডভন্ড হচ্ছে তুরস্ক এবং সিরিয়া। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায় যে, উক্ত ভিডিওর ফুটেজগুলো তুরস্কেরই একটি বন্যার এবং সেটি প্রায় দুই বছরের পুরনো। অনুসন্ধানে আরও জানা যায় যে, ভিডিওতে উল্লেখিত সিরিয়ায় বন্যার দাবিটি সঠিক, কিন্তু ভিডিওটিতে কোথাও সিরিয়ায় সাম্প্রতিক বন্যার কোন ফুটেজ ব্যবহার করা হয়নি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির দাবিকে “আংশিক মিথ্যা” বলে সাব্যস্ত করছে।
Buzz News নামক ফেসবুক পেইজ থেকে “ভূমিকম্পের পর বন্যায় এবার লন্ডভন্ড তুরস্ক” শিরোনামের ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রায় ১০ হাজার বার শেয়ার হয়েছে। Buzz News এর ভিডিওটি দেখুন এখানে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:
ফুটেজ এক:
Buzz News এর শেয়ারকৃত ভিডিওতে ব্যবহৃত একটি ফুটেজের স্ক্রিনশট নিয়ে আমরা গুগল রিভার্স ইমেজ সার্চ করি এবং ১৪ই আগস্ট, ২০২১ এ প্রকাশিত দি গার্ডিয়ান এর “Turkey flooding death toll reaches 38 as Erdoğan tours disaster zone” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাই। উক্ত প্রতিবেদনটিতে ব্যবহৃত একটি ড্রোন ফুটেজ থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি যে Buzz News এর ভিডিওটিতে যে ফুটেজটিকে তুরস্কের বন্যা বলে মনে হচ্ছিলো তা প্রায় দুই বছরের পুরনো তুরস্কেরই একটি বন্যার ফুটেজ। তাছাড়া, ১২ই আগস্ট, ২০২১ এ প্রকাশিত এই প্রতিবেদনটিতেও উক্ত ভিডিওতে ব্যবহৃত ফুটেজটির অনুরূপ একটি ছবি এবং ভিডিও খুঁজে পাওয়া গিয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের আগস্ট মাসে তুরস্কের উত্তর-পশ্চিমে কৃষ্ণ সাগর (Black Sea) অঞ্চলে আকস্মিক বন্যায় অনেক ক্ষয়-ক্ষতি হয়। অর্থাৎ, তুরস্কের দুই বছরের পুরনো বন্যার ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবি করে Buzz News এর ভিডিওটিতে ব্যবহার করা হয়েছিলো।
ফুটেজ দুই:
Buzz News এর ভিডিওতে ব্যবহৃত একটি ফুটেজের স্ক্রিনশট ব্যবহার করে আমরা গুগল রিভার্স ইমেজ সার্চ করি এবং দি গার্ডিয়ান এর একটি প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওতে উক্ত ফুটেজটির অনুরূপ একটি ফুটেজ খুঁজে পাই। উল্লেখ্য, দি গার্ডিয়ানএর প্রতিবেদনটি তুরস্কের আকস্মিক বন্যা নিয়ে এবং প্রায় দুই বছরের পুরনো।
ফুটেজ তিন:
Buzz News এর শেয়ারকৃত ভিডিওটি থেকে আরেকটি ফুটেজ নিয়ে আমরা গুগল রিভার্স ইমেজ সার্চ করে দি গার্ডিয়ান এর একটি প্রতিবেদনে উক্ত ফুটেজটির অনুরূপ একটি ফুটেজ খুঁজে পাই যা ২০২১ সালের আগস্ট মাসে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে হওয়া একটি আকস্মিক বন্যার ভিডিও।
ছবি এক:
Buzz News এর শেয়ারকৃত ভিডিওতে ব্যবহৃত একটি ছবি ব্যবহার করে আমরা গুগল রিভার্স ইমেজ সার্চ করি এবং ১২ই আগস্ট, ২০২১ এ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাই। উক্ত প্রতিবেদনটিতে ব্যবহৃত একটি ছবি এবং একটি ভিডিওতে প্রদর্শিত ফুটেজের সাথে Buzz News এর ভিডিওতে দেখানো ছবিটির মিল রয়েছে।
ছবি দুই:
Buzz News এর ভিডিওতে ব্যবহৃত আরও একটি ছবি নিয়ে আমরা গুগল রিভার্স ইমেজ সার্চ করি এবং ১৩ই আগস্ট, ২০২১ এ প্রকাশিত সিএনএন এবং ইউরো নিউজ এর দুটো প্রতিবেদন খুঁজে পাই। উক্ত প্রতিবেদনগুলোতে ব্যবহৃত একটি ছবির সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওতে ব্যবহৃত একটি ছবির মিল রয়েছে। অর্থাৎ, ছবিটি প্রায় দুই বছরের পুরনো।
ছবি তিন:
Buzz News এর শেয়ারকৃত ভিডিওতে ব্যবহৃত আরেকটি ছবি নিয়ে আমরা গুগল রিভার্স ইমেজ সার্চ করি এবং ২০২১ সালের আগস্ট মাসে প্রকাশিত দি এক্সপ্রেস ট্রিবিউন, মিডল ইস্ট আই, এবং আরব নিউজ এর তিনটি প্রতিবেদন খুঁজে পাই। উক্ত প্রতিবেদনগুলোতে ব্যবহৃত একটি ছবির সাথে Buzz News এর ভিডিওতে ব্যবহৃত একটি ছবির মিল পাওয়া যায়। উল্লেখ্য, উক্ত প্রতিবেদনগুলো তুরস্কে ২০২১ সালের আগস্ট মাসে হওয়া একটি আকস্মিক বন্যা নিয়ে এবং প্রায় দুই বছরের পুরনো।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্ট মাসে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি আকস্মিক বন্যার ঘটনা ঘটে। তাছাড়া, গত ১২ই জানুয়ারি, ২০২৩ এ তুরস্কের আনাতলিয়া (Antalya) অঞ্চলে একটি বন্যার খবর পাওয়া যায় ডেইলি সাবাহ এর একটি প্রতিবেদনে। সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের পর তুরস্কে বন্যা হয়েছে – এমন কোন তথ্য কোন গণমাধ্যমে পাওয়া যায়নি। অন্যদিকে, গত ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ এ তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের পর বাঁধ ভেঙে সিরিয়ার কয়েকটি শহর এবং গ্রাম বন্যায় কবলিত হয়েছে। সিরিয়ায় বন্যা নিয়ে কয়েকটি প্রতিবেদন পড়ুন এখানে এবং এখানে।
অতএব, এই বিষয়টি স্পষ্ট যে Buzz News থেকে শেয়ারকৃত ভিডিওতে যে ফুটেজ এবং ছবিগুলোকে সাম্প্রতিক সময়ে তুরস্কের বন্যা বলে চালিয়ে দেয়া হয়েছে, তা আসলেতুরস্কেরই প্রায় দুই বছরের পুরনো একটি বন্যার। তবে, সাম্প্রতিক সময়ে সিরিয়ায় বন্যা হওয়ার দাবিটি সঠিক।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির ক্যাপশনকে “আংশিক মিথ্যা” সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?