সম্প্রতি ফেসবুকে “সিলেটে মসজিদের ভিতরে পানি; তাও কিছু মানুষ মসজিদের ভিতরে আল্লাহর হুকুম নামাজ আদায় করছেন।“ ক্যাপশনে ২৭ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার হয়েছে। মূলত এটি সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরের একটি মসজিদের পুরনো ভিডিও। পুরনো ভিডিও ভিন্ন প্রেক্ষাপটে প্রচারের কারণে ফ্যাক্টওয়াচ এটি কে “মিথ্যা” সাব্যস্ত করেছে।
ফেসবুকে বিভিন্ন গ্রুপ, পেজ এবং ব্যক্তিগত একাউন্ট থেকে প্রকাশিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
২৭ সেকেন্ড ব্যপ্তির ভাইরাল ভিডিওটির “সিলেটে মসজিদের ভিতর পানি” শীর্ষক ক্যাপশনের ভিত্তিতে বিভিন্ন কী-ওয়ার্ডের সাহায্যে ইউটিউবে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ টিম। অনুসন্ধানে গতবছরের বিভিন্ন সময়ে প্রকাশিত একাধিক ভিডিও পাওয়া গেছে যার সাথে সাদৃশ্য রয়েছে সম্প্রতি ভাইরাল ভিডিওটির। গতবছর প্রকাশিত ভিডিওগুলোতে উল্লেখ করা হয়েছে যে উক্ত মসজিদটি সাতক্ষীরার প্রতাপনগরে অবস্থিত। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে।
এ বিষয়ে বাংলা ট্রিবিউন থেকে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও নিশ্চিত হওয়া গেছে, এটি সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরের একটি মসজিদ। প্রতিবেদনটির সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে গতবছর বাঁধ ভাঙায় সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে ঢুকছিল জোয়ারের পানি। ফলে জলাবদ্ধতায় সৃষ্ট দুর্যোগে বাধ্য হয়ে কোমর পানিতে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেছেন প্রতাপনগরের মুসল্লিরা। পুরো প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন এখানে।
উল্লেখ্য যে, উজানের ঢল ও ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নাকাল অবস্থা সিলেট এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোর। সিলেট নগরসহ জেলার ১৩টি উপজেলার শতাধিক গ্রাম ও এলাকা প্লাবিত হয়েছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?