“কুপন হাতে দীর্ঘ প্রতীক্ষায় শুধু তিন দিনের খাদ্যের ঝুড়ি সংগ্রহের প্রত্যাশায়: যেন টিসিবির পণ্যের লাইনকেও হার মানায় ধনী রাষ্ট্র ব্রিটেনের ‘ফুডব্যাংক’-এর লাইন” টেক্সট সংবলিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার হতে দেখা যাচ্ছে। ফ্যাক্টওয়াচ এখানে ব্যবহৃত ছবিটির সাথে ব্রিটেনের বর্তমান সংকটের কোন সম্পৃক্ততা খুঁজে পায়নি। অনুসন্ধানের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ছবিটির ঘটনা ২০০৭ সালের যখন অর্থনৈতিক সংকটের সময়ে ব্রিটেনের দ্য নর্দান রক ব্যাংকের গ্রাহকরা টাকা উত্তোলনের জন্য ব্যাংকটির সামনে জড়ো হয়েছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ারকৃত “কুপন হাতে দীর্ঘ প্রতীক্ষায় শুধু তিন দিনের খাদ্যের ঝুড়ি সংগ্রহের প্রত্যাশায়” টেক্সট সংবলিত বেশকিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
শেয়ারকৃত পোস্টগুলোতে ব্যবহৃত ছবিটির সত্যতা যাচাই করতে আমরা গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে কেটগিলান (CateGillan) এর তোলা একটি ছবির সন্ধান পাই যার সাথে উক্ত পোস্টগুলোতে ব্যবহৃত ছবিটির মিল পাওয়া যায় এবং যেখানে দেখা যাচ্ছে ২০০৭-২০০৮ সালে অর্থনৈতিক সংকটের সময়ে গ্রাহকরা দ্য নর্দান রক ব্যাংকের দেউলিয়া হয়ে যাওয়ার ভয়ে টাকা উঠিয়ে নেওয়ার জন্য ব্যাংকটির সামনে ভিড় করেছিলেন। অনুসন্ধানে আরও দেখা গিয়েছে যে শেয়ারকৃত ছবিগুলোর সাইনবোর্ডের FOOD BANK লেখাটি এডিট করে বসানো হয়েছে। অন্যদিকে, আসল ছবিটিতে সাইনবোর্ডে ব্যাংকটির নাম ইংরেজি ছোট হাতের অক্ষরে northern rock লেখা রয়েছে। এছাড়া, একটু ভালো করে খেয়াল করলেই দেখা যাবে যে দুটো ছবিতেই ব্যাংকটির বাইরের দিকে গ্লাসের উপর job vacancy এর একটি বিজ্ঞপ্তি সাঁটানো রয়েছে। অর্থাৎ, দুটো ছবিই এক এবং শেয়ারকৃত পোস্টগুলোতে ব্যবহৃত ছবিটি ২০২২ সালের নয়। আসল ছবিটি ব্যবহার করেছে এমন একটি টুইটার পোস্ট এবং বেশকিছু সংবাদম্যাধ্যমের সংবাদগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
উল্লেখ্য, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে ইউরোপ জুড়ে জ্বালানী সংকট, জ্বালানীর দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে এবং একে কেন্দ্র করেই কতিপয় স্বার্থান্বেষী মহল এরকম গুজব ছড়িয়ে দিচ্ছে।
অর্থাৎ, শেয়ারকৃত পোস্টগুলোতে ব্যবহৃত ছবিটির সাথে ব্রিটেনের বা ইউরোপের বর্তমান সংকটের কোন সম্পৃক্ততা নেই বরং ছবিটি ২০০৭ সালের অর্থনৈতিক সংকট এর সময় নর্দান রক নামক একটি ব্যাংকের সামনে তোলা এবং ছবিটির সাইনবোর্ডের northern rock নামটি এডিট করে FOOD BANK নামটি বসানো হয়েছে।
সুতরাং, সবকিছু বিবেচনা করে পোস্টগুলোতে ব্যবহৃত ছবিটিকে আমরা “বিকৃত” সাব্যস্ত করছি।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?