‘আর্জেন্টিনা ফুটবল দল ম্যাচ হারার কারণে সমর্থকের মৃত্যু’ – বিভ্রান্তিকর

6
‘আর্জেন্টিনা ফুটবল দল ম্যাচ হারার কারণে সমর্থকের মৃত্যু’ – বিভ্রান্তিকর ‘আর্জেন্টিনা ফুটবল দল ম্যাচ হারার কারণে সমর্থকের মৃত্যু’ – বিভ্রান্তিকর

Published on: [post_published]

সম্প্রতি এই মর্মে একটি সংবাদ ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে যে, আর্জেন্টিনা ফুটবল দল ম্যাচ হেরে যাওয়ায় কুমিল্লায় একজন সমর্থক মৃত্যুবরণ করেছেন। তবে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, ঐ ব্যক্তি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টিই সামনে এসেছে। সৌদী আরব-আর্জেন্টিনা ম্যাচ চলাকালেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। ফলে, আর্জেন্টিনার পরাজয় পর্যন্ত দেখবার সুযোগ তার হয় নি। যে কারণে এ ধরনের অনুমান-নির্ভর সংবাদগুলোকে “বিভ্রান্তিকর” আখ্যা দিচ্ছে ফ্যাক্টওয়াচ।

ভাইরাল সংবাদগুলোতে শিরোনাম ও ভিতরের সংবাদ এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা দেখে মনে হবে এই আর্জেন্টিনা সমর্থক প্রিয় দলের পরাজয় মেনে নিতে পারেনি। যে কারণে তিনি নিজেকে বাঁচিয়ে রাখেনি।

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।  

আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

বুড়িচং উপজেলার নিমসারের শিকারপুর গ্রামের কাউছার জাবেদ কাকনের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টার পত্রিকার বরাতে জেনে নেওয়া যাক।

“এ বিষয়ে মৃতের চাচাতো ভাই সাবেক ইউপি সদস্য আবু নাছেরের বরাতে ইউপি সদস্য জাকির হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘কাউছার জাবেদ কাকন ও তার চাচাতো ভাই একসঙ্গে বাড়িতেই খেলা দেখছিলেন। এক পর্যায়ে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নিমসার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছে।

পরিবারের দাবি, কাউছার জাবেদ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তাই আর্জেন্টিনার পরাজয়ে তার মৃত্যু হয়েছে কথাটি সত্য নয়। তার মৃত্যুর খবর জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক শ্রেণির লোক ‘আর্জেন্টিনার পরাজয়ে সমর্থকের মৃত্যু’ বলে প্রচার করতে থাকে।” বিস্তারিত দেখুন এখানে

 

এ বিষয়ে ঢাকা পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে, এ বিষয়টি তুলে ধরেছে যে, “বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা হেরে যাওয়ায় হার্ট অ্যাটাক করে কাউছার জাবেদ মারা গেছেন। এ নিয়ে ফেসবুকে পোস্ট দিতে থাকেন স্থানীয় অনেকে। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যান দৈনিক সমকালের বুড়িচং উপজেলা প্রতিনিধি জাকির হোসেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, শিকারপুর আমাদের পাশের গ্রাম। খবর শুনে আমি ঘটনাস্থলে যাই এবং তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলি। কাকনের পরিবার আমাকে জানিয়েছে, তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তার আবার হার্ট অ্যাটাক হয়। তিনি খেলা দেখছিলেন ঠিক। তবে তার হৃদরোগ আগে থেকেই ছিল।

কাকনের চাচাতো ভাই নেসার আহমেদ ঢাকা পোস্টকে বলেন, কাকন ভাই আগে থেকেই হার্টের রোগী ছিলেন। তিনি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন। আর্জেন্টিনা হেরে যাওয়ায় মারা গেছেন- এটা ঠিক নয়।” বিস্তারিত দেখুন এখানে

 

প্রসঙ্গত, খেলার ৫৩ মিনিটে দ্বিতীয় গোল করে সৌদি আরব। ফুটবলের নিয়ম অনুসারে আরও ৩৭ মিনিটের খেলা বাকি ছিলো। এ সময়ের মধ্যে আর্জেন্টিনার গোল শোধ করার সুযোগ ছিলো। যে কারণে আর্জেন্টিনার হারে তাঁর মৃত্যুর সংবাদটি সঠিক নয়।

যেহেতু, কাউছার জাবেদ কাকনের মৃত্যু নিয়ে একাধিক সংবাদ মাধ্যম অতিরঞ্জিত আকারে সংবাদ প্রকাশ করেছে। যার ফলে সামাজিক মাধ্যমে  নিয়ে  পক্ষে-বিপক্ষে শোরগোলের সৃষ্টি হয়েছে।  বিষয়টি নিয়ে তার পরিবার ডেইলি স্টার ও ঢাকা পোস্ট সংবাদ মাধ্যমের কাছে  ক্ষোভ প্রকাশ করেছে।

এসকল কারণে ফ্যাক্টওয়াচ অতিরঞ্জিত সংবাদগুলোকে বিভ্রান্তিকর সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.