পররাষ্ট্র মন্ত্রীর বাড়িতে র্যাবের অভিযান — এমন দাবি করে একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি “Free Motion” নামের একটা ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়। অনুসন্ধানে দেখা গেছে, এটি একটি বিকৃত ভিডিও। বিভিন্ন প্রেক্ষিতে ধারণ করা ভিডিও ক্লিপ জোড়া দিয়ে ভিডিওটা বানানো হয়। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রীর বাসায় র্যাব অভিযানের কোনো তথ্য মূলধারার সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাই ভিডিওটির শুরুর ১৯ সেকেন্ডের মাঝে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের একটি বক্তব্য রয়েছে। কিন্তু ভাইরাল দাবি অনুযায়ী, র্যাবের অভিযান চালানোর কথা পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেনের বাসায়! কিন্তু আমরা পুরো রিপোর্টে পররাষ্ট্র মন্ত্রীর কোন সাক্ষাৎকার খুঁজে পাই নি। কৃষিমন্ত্রীকে দেখা গেলেও এই অভিযানের ব্যাপারে তাকে কিছু বলতে দেখা যায় নি। আমরা বিভিন্নভাবে অনুসন্ধান করে খুঁজে পাই যে, কৃষিমন্ত্রীর ক্লিপটি নেয়া হয়েছে “৫ই মে শাপলা চত্বর একদম পরিষ্কার করা হয়েছিলো : কৃষিমন্ত্রী”এই রিপোর্ট থেকে। সেখান থেকে কৃষিমন্ত্রীর বক্তব্যের প্রথম ৬ সেকেন্ডের একটি ক্লিপ উক্ত ভিডিওতে ব্যবহার করা হয়েছে।
ফলে দেখা যাচ্ছে, এসব জোড়া দেয়া ভিডিওগুলোর সবগুলোই পুরনো এবং ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ধারণ করা। এর সাথে পররাষ্ট্র মন্ত্রীর বাসায় র্যাবের অভিযানের কোনোই সাদৃশ্য নেই। মূলধারার সংবাদমাধ্যমেও এমন কোনো সংবাদ পাওয়া যায় নি। তাই ফ্যাক্টওয়াচ এই দাবিকে মিথ্যা সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?