সম্প্রতি যানজটের কারণে ৩৭ হাজার কোটি টাকার জ্বালানি অপচয় হওয়ার একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, যানজটের কারণে জ্বালানি অপচয় ৩৭ হাজার কোটি টাকা না বরং ১৫০০ কোটি টাকার মত। ঢাকা ট্রিবিউন এবং তুরস্কের বার্তা সংস্থা Anadolu বিষয়টি নিশ্চিত করেছে।
এছাড়া ১৯ জুলাই ২০২২ এ ডিবিসি নিউজের একটি প্রতিবেদনেও ভাইরাল এই তথ্যটি পাওয়া যায়। সেখানে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের বরাতে বলা হয়,” তবে যানজটের কারণে বছরে ৩৭ হাজার কোটি টাকা অপচয় হয়। সরকারকে সেদিকে নজর দেওয়া জরুরী”।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ভাইরাল এসব পোস্টে থাকা কি-ওয়ার্ডের সাহায্যে অনুসন্ধান করা হলে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ২০১৮ সালে প্রথম আলো প্রকাশিত একটি প্রতিবেদন সামনে আসে। “যানজটে বছরে ক্ষতি ৩৭ হাজার কোটি টাকা” শিরোনামে প্রতিবেদনটিতে বলা হচ্ছে,”পাশাপাশি যানজটের কারণে শুধু ঢাকায় দৈনিক ৫০ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যার আর্থিক ক্ষতি বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা। “। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাকসিডেন্ট রিসার্চ ইন্সটিটিউট (এআরআই) এবং রোড সেফটি ফাউন্ডেশন সেসময় একটি সেমিনারে এই তথ্যটি প্রকাশ করেন।
অর্থাৎ, এখানে যানজটের কারণে সার্বিক ক্ষয়ক্ষতির একটি পরিমাণ দেখানো হয়েছে। আলাদাভাবে জ্বালানি খাতে কি পরিমাণ অপচয় হয় সেবিষয়ে কিছু বলা হয়নি।
অন্যদিকে, যানজটের কারণে শুধুমাত্র জ্বালানিতে কি পরিমাণ অপচয় হয় সে বিষয়ে তুরস্কের বার্তা সংস্থা Anadolu এর একটি প্রতিবেদন পাওয়া যায়। “Bangladesh loses 40% of fuel due to poor traffic management” শিরোনামের এই প্রতিবেদনে দাবি করা হয়, ঢাকায় যানজটের কারণে প্রতিদিনে ৪৮৩,৮৭২ ডলার জ্বালানি অপচয় হয়। বছরে যার পরিমাণ দাঁড়ায় প্রায় দেড় হাজার কোটি টাকার বেশি।
একই তথ্য দিচ্ছে ঢাকা ট্রিবিউন। সেখানেও বলা হচ্ছে, প্রতিদিন ৪০% জ্বালানি অপচয় হয় যানজটের কারণে। যার আর্থিক মূল্য দিনে ৪.২ কোটি টাকা।
এছাড়া কোথাও যানজটের কারণে জ্বালানি খাতে ৩৭ হাজার কোটি টাকা অপচয়ের তথ্য খুঁজে পাওয়া যায়নি।
অতএব, ফ্যাক্টওয়াচের বিবেচনায় এই তথ্যসহ ফেসবুক পোস্টগুলোকে আংশিক মিথ্যা চিহ্নিত করা হচ্ছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?