সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ১৫ সেকেন্ডের একটি বক্তব্য শেয়ার করে অনেকে দাবি করছেন, কাবা শরীফে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়ার অনুমোদন দেয়া হয়েছে।
কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভাইরাল ভিডিওটি সৌদি প্রধানমন্ত্রী সালমানের ১৯ জুলাই, ২০২৩ তারিখে GCC (Gulf Cooperation Council) সম্মেলনে আরবিতে দেয়া বক্তব্যের খন্ডাংশ। সাঈদী মারা গেছেন ১৪ আগস্ট ২০২৩, অন্যদিকে সালমান উক্ত বক্তব্যটি দিয়েছেন ১৯ জুলাই, ২০২৩। তাই এটি কোনভাবেই সাঈদীর গায়েবানা জানাযা কাবা শরীফে পড়ার অনুমোদন সংক্রান্ত কোনো ঘোষণা নয়। সৌদি সরকারও সাঈদীর গায়েবানা জানাযা নিয়ে কোন বক্তব্য প্রকাশ করেনি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই দাবিটিকে মিথ্যা আখ্যা দিচ্ছে।
ভাইরাল হওয়া ফেসবুক পোস্টের ভিডিওটির নিচের অংশে সাদা টেক্সট কালারে AL EKHBARIYA.NET লেখাটি দেখতে পাওয়া যাচ্ছে।
AL EKHBARIYA -এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ১৯ জুলাই ২০২৩ তারিখে সরাসরি সম্প্রচারকৃত ১১ঘণ্টা, ৫৪ মিনিট, ৫৯ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যাচ্ছে। ইউটিউব ভিডিওটির শিরোনাম এবং বর্ণনা আরবিতে লেখা। সেগুলো বাংলায় অনুবাদ করা হয়েছে। ইউটিউব ভিডিওটির শিরোনামে বলা হয় “News coverage of #Gulf_consultative_meeting and #Gulf_summit_with_C5”। ইউটিউব ভিডিওটির বর্ণনা অংশ থেকে জানা যাচ্ছে অংশীদারিত্ব এবং উন্নয়ন সহযোগিতা তৈরির লক্ষ্যে মধ্য এশিয়ার দেশগুলির (Central Asian countries) সাথে উপসাগর সহযোগী সংস্থা GCC (Gulf Cooperation Council) এর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
ভিডিওটির ৫ ঘণ্টা, ৪৬ মিনিট ৪১ সেকেন্ড থেকে ৫ ঘণ্টা, ৪৭ মিনিট, ২৫ সেকেন্ড সময়সীমা পর্যন্ত সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে উপসাগরীয় শীর্ষ সম্মেলনে আরবিতে বক্তব্য দিতে দেখা যায়।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেয়া এই বক্তব্যের সাথে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। উপসাগরীয় শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বক্তব্যের দৈর্ঘ্য ছিলো ৪৪ সেকেন্ড। অন্যদিকে ভাইরাল ভিডিওটির দৈর্ঘ্য ছিলো ১৫ সেকেন্ড। এ থেকে বোঝা যায় ভাইরাল ভিডিওটি মূল ভিডিওর খণ্ডাংশ।
উইকিপিডিয়া থেকে জানা যাচ্ছে AL EKHBARIYA.NET একটি স্যাটেলাইট টিভি চ্যানেল যা সৌদি আরবের রিয়াদে অবস্থিত। এটি সমসাময়িক বিষয়াদি নিয়ে আরবিতে সংবাদ প্রচার করে থাকে।
উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং মধ্য এশিয়ার দেশগুলির শীর্ষ সম্মেলনের সংবাদটি সৌদি প্রেস এজেন্সি (Saudi Press Agency) ১৯ জুলাই, ২০২৩ তারিখে তাদের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করে। সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত সংবাদের শিরোনাম ছিলো “রাজনীতিবিদ এবং দুই পবিত্র মসজিদ কতৃপক্ষের পক্ষ থেকে মহামান্য ক্রাউন প্রিন্স উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং মধ্য এশিয়ার দেশগুলির শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেন।” মূল সংবাদে বলা হয় যুবরাজ মুহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী, আজ জেদ্দায় উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং মধ্য এশিয়ার দেশগুলির শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেন।
সেখানে বক্তব্য দেয়ার সময় সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান বলেন “করুণাময়আল্লাহরনামেআমিআরবউপসাগরীয়সহযোগিতাপরিষদএবংমধ্যএশিয়ারশীর্ষসম্মেলনেরকাজেরশুভউদ্বোধনঘোষণাকরছি।সর্বশক্তিমানআল্লাহরকাছেপ্রার্থনাকরি, আমাদেরপ্রথমশীর্ষসম্মেলনেআমাদেরসাহায্যকরারজন্য, আমাদেরদেশগুলিরমঙ্গলেরজন্য, আমাদেরপ্রাচীনএবংঐতিহাসিকসম্পর্করয়েছে।আমাদেরআজকেরশীর্ষসম্মেলনআমাদেরঐতিহাসিকঐতিহ্য, সক্ষমতা, মানবসম্পদএবংঅর্থনৈতিকপ্রবৃদ্ধিরউপরভিত্তিকরেএকটিপ্রতিশ্রুতিশীলবন্ধনসম্প্রসারণসূচনাহিসাবেএসেছে।আমাদেরদেশগুলোরজিডিপিপ্রায় (2.3) ট্রিলিয়নডলারেপৌঁছেছে।আমরাসকলক্ষেত্রেযৌথসহযোগিতারমাধ্যমেনতুনদিগন্তউন্মুক্তহবেএবংআমাদেরউপলব্ধসুযোগগুলিথেকেউপকৃতহওয়ারজন্যমুখিয়েআছি।
উপসাগর সহযোগী সংস্থা GCC (Gulf Cooperation Council) সাথে মধ্য এশিয়ার দেশগুলির (Central Asian countries) সম্মেলনের এই সংবাদটি বিভিন্ন গণমাধ্যম, যেমন Asian Times, Arab News এবং Saudi Gazette ও পাওয়া গেছে।
মূলধারার গণমাধ্যমেও সৌদি আরবে এ ধরনের গায়েবানা জানাজার অনুমোদন সংক্রান্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না ।
সারমর্ম
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ১৯শে জুলাই, ২০২৩ তারিখে হওয়া মধ্য এশিয়ার দেশগুলির (Central Asian countries) সাথে উপসাগর সহযোগী সংস্থার GCC (Gulf Cooperation Council) সম্মেলনে আরবীতে দেওয়া বক্তব্যের খন্ডাংশ। উক্ত বক্তব্যের কোথাও সৌদি যুবরাজ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে উদ্ধৃত করে বা তার গায়েবানা জানাজা কাবা শরীফে পড়ার ব্যাপারে কিছু বলেননি। তাছাড়া সৌদি যুবরাজ বক্তব্যটি প্রদান করেছিলেন ১৯ শে জুলাই, ২০২৩ তারিখে আর দেলোয়ার হোসেন সাঈদি মারা গেছেন ১৪ আগস্ট, ২০২৩ তারিখে। তাই এই বক্তব্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা কাবা শরীফে পড়ার অনুমোদন দেয়া সম্ভব নয়। তাছাড়া সৌদি যুবরাজ বা তার সরকারের দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযার অনুমোদন সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যমে নেই । তাই ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে “মিথ্যা ” হিসেবে চিহ্নিত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।