সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাকে পাকিস্তানে ভারতের হামলার ভিডিও বলে প্রচার

34
সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাকে পাকিস্তানে ভারতের হামলার ভিডিও বলে প্রচার
সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাকে পাকিস্তানে ভারতের হামলার ভিডিও বলে প্রচার

সম্প্রতি ফেসবুকে একটি বিষ্ফোরন এবং অগ্নিকান্ডের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটা গভীর রাতে পাকিস্তানের শিয়ালকোটে ভারতের হামলার দৃশ্য। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, ভিডিওটি ২০২৫ সালের ২৪ মার্চ মুম্বাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দৃশ্য। এর সাথে ভারত পাকিস্তান সংঘর্ষের কোনো সম্পর্ক না থাকায় ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল দাবিটি মিথ্যা।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির উৎস খুঁজে পাওয়ার জন্য শুরুতেই রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে Quickstockmarket নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ২০২৫ সালের ২৫ মার্চ আপলোড করা ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করা এই অগ্নিকান্ডের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।  ভিডিওর বর্ণনায় উল্লেখ করা হয় “মুম্বাইয়ের ধারাভি এলাকায় বাস ডিপোর কাছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ আগুন লেগেছে”।(অনুবাদিত) 

এই সূত্র অনুসারে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে টাইমস অফ ইন্ডিয়ার ফেসবুক পেজে এই একই ঘটনার ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সাথে ভাইরাল ভিডিওতে থাকা রাস্তা এবং ল্যাম্প পোস্টের মিল খুঁজে পাওয়া যায়। এর একটি নমুনা নিচে তুলে ধরা হলঃ

মূলধারার সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী মুম্বাইয়ের সিওন-ধারাভি লিংক রোডের পিএনজিপি কলোনির কাছে একটি ট্রাকে থাকা বেশ কিছু গ্যাস সিলিন্ডার ছিল। গ্যাস লিকেজ থেকে সিলিন্ডারগুলোতে আগুন লাগে এবং বিস্ফোরণ হয়। ট্রাকটি একটি আবাসিক এলাকায় পার্ক করা ছিল, যার ফলে তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফ্রি প্রেস জার্নাল, টাইমস অফ ইন্ডিয়া, টাইমস নাউ এবং হিন্দুস্তান টাইমস থেকে সম্পর্কিত তথ্য পাওয়া যায়। 

পরবর্তীতে গুগল ম্যাপের সাহায্যে সিওন-ধারাভি লিংক রোডের ২০২৪ সালের একটি স্ট্রিট ভিউ দেখা হয়। এর ফলে নিশ্চিত হওয়া যায় যে ফেসবুকে ছড়িয়ে পড়া স্থানটি ভারতের মুম্বাইতে অবস্থিত। 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে ‘মিথ্যা’ হিসেবে সাব্যস্ত করছে। 

Claim:
সম্প্রতি ফেসবুকে একটি বিষ্ফোরন এবং অগ্নিকান্ডের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটা গভীর রাতে পাকিস্তানের শিয়ালকোটে ভারতের হামলার দৃশ্য।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh