ইসলামিক বক্তা তাহেরীর মৃত্যু নিয়ে  ভুয়া ফটোকার্ড

71
ইসলামিক বক্তা তাহেরীর মৃত্যু নিয়ে  ভুয়া ফটোকার্ড
ইসলামিক বক্তা তাহেরীর মৃত্যু নিয়ে  ভুয়া ফটোকার্ড

চ্যানেল ২৪-এর লোগোসহ একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ছে ফেসবুকে, যেখানে উল্লেখ করা হয়েছে ইসলামিক বক্তা তাহেরীর গাড়িতে হামলার ফলে তিনি আহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ সেপ্টেম্বর ২০২৪ এ গিয়াস উদ্দিন তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু তিনি মারা যাননি। অন্যদিকে চ্যানেল ২৪ সহ অন্য কোনো সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়নি। সুতরাং, ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল পোষ্টগুলো মিথ্যা।

ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি খেয়াল করলে সেখানে তারিখ হিসেবে উল্লেখ করা হয় ৭ অক্টোবর ২০২৪। কিন্তু এই তারিখে চ্যানেল ২৪-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সন্ধান করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে, ভাইরাল ফটোকার্ডে তাহেরীর যেই ছবিটি ব্যবহার করা হয়েছে চ্যানেল ২৪-এর ফেসবুক পেজে সেই ছবিটি ব্যবহার করে ১ অক্টোবর প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি ছিল ৩০ সেপ্টেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টি এ রোড এলাকায় গিয়াস উদ্দিন তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা সম্পর্কিত।

উল্লেখ্য, ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করতে ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া  শহরে যাচ্ছিলেন গিয়াস উদ্দিন তাহেরী। এদিকে একই দিনে তাহেরীর শহরে প্রবেশের বিরোধিতা করে সম্মিলিত কওমি প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া নামের একটি সংগঠন প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি দেয়। দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের টি এ রোডের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে মাদ্রাসাছাত্ররা তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে তাহেরীসহ গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হ। 

তাছাড়া, ভাইরাল ফটোকার্ডটির টেক্সট, নকশা, রং এবং ফন্টের সাথে চ্যানেল ২৪-এর   ফটোকার্ডের পার্থক্য লক্ষণীয়।

অন্যদিকে,  ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডের দাবিকে সমর্থন করে এমন কোনো তথ্য মূলধারার কোনো গণমাধ্যমে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোষ্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু ভুয়া ফটোকার্ডের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

No Factcheck schema data available.

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh