সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলবেন! তবে রংপুর রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, গ্লেন ম্যাক্সওয়েলকে বিপিএল খেলার জন্য কোন প্রস্তাবই দেয়নি দলটি এবং এই সংক্রান্ত খবরগুলোকে তারা ‘ভুয়া’ বলে অভিহিত করেছে। তাছাড়া, তারা আরও জানিয়েছে যে নতুন কোন ক্রিকেটার দলে যুক্ত হলে সেটি রংপুর রাইডার্সের অফিসিয়াল সামাজিক মাধ্যম পেজগুলোতে জানিয়ে দেয়া হয়। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টগুলোর দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।
“রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতাতে আসছেন গ্লেন ম্যাক্সওয়েল” – শীর্ষক খবরের সত্যতা যাচাই করতে আমরা রংপুর রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজটি ঘেঁটে দেখেছি। পুরো পেজ জুড়ে গ্লেন ম্যাক্সওয়েল রংপুর রাইডার্সের হয়ে খেলবেন – এমন কোন তথ্য পাওয়া যায়নি। তবে গত ০৮ ফেব্রুয়ারি ২০২৪ এ রংপুর রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট পাওয়া গেছে, যেখানে গ্লেন ম্যাক্সওয়েল দলটির হয়ে বিপিএল খেলবেন – এমন খবরকে ভুয়া বলে অভিহিত করা হয়েছে। রংপুর রাইডার্সের ঐ অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “গ্লেন ম্যাক্সওয়েলকে বিপিএল খেলার জন্য কোন প্রস্তাবই দেয়নি রংপুর রাইডার্স, ম্যাক্সওয়েলও আগ্রহ দেখাননি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ভুল খবর পরিবেশিত হচ্ছে। নতুন কোন ক্রিকেটার দলে যুক্ত হলে, রংপুর রাইডার্সের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে তা জানিয়ে দেয়া হয়। অসত্য, ভুল, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন থেকে সবাই বিরত থাকি।”
তাছাড়া, ইএসপিএনক্রিকইনফো থেকে গ্লেন ম্যাক্সওয়েলের প্রোফাইল ঘেঁটে রংপুর রাইডার্স কিংবা বিপিএলের কোন দলের নাম খুঁজে পাওয়া যায়নি। উল্লেখ্য, গ্লেন ম্যাক্সওয়েল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ২০২৪ সংস্করণে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের হয়ে খেলবেন।
অতএব, এই বিষয়টি স্পষ্ট যে, গ্লেন ম্যাক্সওয়েল রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলতে আসছেন না।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিকে মিথ্যা বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।