যা দাবি করা হচ্ছে: “রমজানে সরকারি অফিস চার ঘণ্টা” এমন দাবিতে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত: দাবিটি বিভ্রান্তিকর। ঘটনাটি বাংলাদেশের নয়। বরং, আসন্ন রমজানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে সিভিল সার্ভিস কমিশন (সিএসসি) এর আর্থিক ও প্রশাসনিক-বিষয়ক কর্মীদের জন্য অফিস চার ঘণ্টা করার ঘোষণা দিয়েছে। দেশের নাম উল্লেখ না করায় সাধারণ ব্যবহারকারীদের অনেকেই বিভ্রান্ত হচ্ছেন।
ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টে দেখা যায়, রমজানে সরকারি অফিস ৪ ঘণ্টা। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করা হলে, জাতীয় ও আর্ন্তজাতিক মূলধারার গণমাধ্যমে বাংলাদেশে রমজানে সরকারি অফিস ৪ ঘণ্টা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায় নি। তাছাড়া, বাংলাদেশের সরকারি কোন মন্ত্রণালয় থেকে এমন কোন নির্দেশনা বা প্রজ্ঞাপন জারি করা হয় নি।
দৈনিক যায়যায়দিনের ফেসবুক পোস্টে দেশের নাম উল্লেখ না করা হলেও এর সাথে যুক্ত প্রতিবেদনের বিস্তারিত অংশে এটি কুয়েতের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। তবে, পোস্টের কমেন্টবক্স বিশ্লেষণ করে দেখা যাচ্ছে নেটিজেনরা ঘটনাটি বাংলাদেশের ভেবে বিভ্রান্ত হচ্ছেন।
তাছাড়া, ফেসবুকে আরো কিছু পোস্ট পাওয়া গিয়েছে যেখানে কুয়েতের নাম উল্লেখ করা হয় নি। এছাড়া উক্ত পোষ্টগুলোতে নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্রও ব্যবহার করা হয়নি।
উল্লেখ্য, “Arab Times” নামক কুয়েতের এক গণমাধ্যমের ওয়েবসাইটে গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ এ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া গিয়েছে। উক্ত প্রতিবেদনটি বিশ্লেষণ করলে দেখা যায়, আসন্ন রমজান মাসে কুয়েতে সিভিল সার্ভিস কমিশনের (সিএসসি) আর্থিক ও প্রশাসনিক খাতের কর্মীদের অফিস সময় কমিয়ে চার ঘণ্টা করার ঘোষণা দেওয়া হয়েছে। কর্মীদের কর্মক্ষমতা পর্যালোচনা শেষে এ সিদ্ধান্তটি নেয়া হয়। প্রতিবেদনে আরও জানা যায়, নারী কর্মীরা অফিস শুরুর ১৫ মিনিট পর আসতে পারবেন ও অফিস শেষের ১৫ মিনিট আগে অফিস ত্যাগ করতে পারবেন।
সুতরাং, সকল দিক বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোষ্টগুলোকে “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।