ফুটবল মাঠে গান গাওয়ার এই ভিডিও চলতি বিশ্বকাপের নয়

9
ফুটবল মাঠে গান গাওয়ার এই ভিডিও চলতি বিশ্বকাপের নয়
ফুটবল মাঠে গান গাওয়ার এই ভিডিও চলতি বিশ্বকাপের নয়

Published on: [post_published]

ফুটবল মাঠে এক গায়িকার ছোট একটি গানের ভিডিও ভাইরাল হয়েছে। ইঙ্গিত করা হচ্ছে, চলতি বিশ্বকাপের কোনো এক ম্যাচে এই গানটি গাওয়া হয়েছিল। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি বর্তমান বা পুরনো কোনো বিশ্বকাপের ঘটনা নয়। বরং এটি তুরস্ক বনাম ডেনমার্কের মধ্যে ২০১২ সালে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দৃশ্য ।

গুজবের উৎস

ভাইরাল কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে  ।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যাচ্ছে, বেশ কয়েকবছর ধরেই ইউটিউবে এই গানটি দেখা যাচ্ছে। যেমন দেখুন এখানে , এখানে , এখানে

অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই গায়িকা হলেন বেলজিয়ান-তুর্কি সঙ্গীতশিল্পী হাদিসে (Hadise Açıkgöz) , এবং এখানে যে গানটি তিনি গাইছেন সেই গানের নাম Dum Tek Tek.

ফুটবল মাঠে গান গাওয়ার এই ঘটনাটি ঘটেছিল ২০১২ সালের ১৪ই নভেম্বর। এদিন তুরস্কের জাতীয় ফুটবল দল তাদের ফুটবল ইতিহাসের ৫০০তম ম্যাচ খেলতে নেমেছিল ডেনমার্কের বিরুদ্ধে । ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল তুরস্কের ইস্তাম্বুলের তুর্ক টেলেকম এরিনা নামক মাঠে। এই ম্যাচ শুরুর আগে সঙ্গীতশিল্পী হাদিসে সঙ্গীত পরিবেশন করেছিলেন। এ সময় হাদিসের পরনে ছিল Hadise 500 লেখা তুরস্কের ফুটবল দলের অনুরূপ জার্সি ।

এই ফুটবল ম্যাচ, এবং ম্যাচের আগে হাদিসের গান নিয়ে একাধিক তুর্কি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। যেমন দেখুন এখানে , এখানে , এখানে , এখানে


ভিডিওতে মাঠের বিভিন্ন প্রান্তে হাদিসেকে হেঁটে হেঁটে গান করতে দেখা যায়। এক পর্যায়ে মাঠে তুরস্কের বিশাল আকারের একটা জাতীয় পতাকাও দৃষ্টিগোচর হয়।

তুরস্কের জাতীয় পতাকা দেখুন এখানে

সাধারণত আন্তর্জাতিক কোনো ম্যাচের আগে এভাবে জাতীয় পতাকা প্রদর্শন করা হয়। এই দৃশ্য দেখা বোঝা যাচ্ছে, এটা তুরস্কের কোনো একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। যেহেতু ,২০২২ বিশ্বকাপ ফুটবলে তুরস্ক ফুটবল দলটি নেই, কাজেই নিশ্চিতভাবে বলা যায় এটা বর্তমান বিশ্বকাপের কোনো দৃশ্য নয়।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ সংক্রান্ত সকল ফেসবুক পোস্টকে মিথ্যা সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.