যা দাবি করা হচ্ছে: হাফেজ সালেহ আহমেদ তাকরিম ২০২৪ সালে আবারও দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন।
যা ঘটেছে: ২০২৪ সালের দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা এখনও অনুষ্ঠিত হয় নি। এটি আগামী ১২ মার্চ – ২৫ মার্চ ২০২৪ এ অনুষ্ঠিত হবে। তাছাড়া, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোঃ আনিছুর রহমান সরকার ফ্যাক্টওয়াচকে জানিয়েছেন, সালেহ আহমেদ তাকরিম ইতিমধ্যে ২০২৩ সালে অনুষ্ঠিত দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন এবং তাঁর পক্ষে দ্বিতীয়বার ঐ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ নেই। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।
হাফেজ তাকরিম আবারও দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে কিনা – এই বিষয়টি যাচাই করতে গিয়ে আমরা জানতে পেরেছি যে, ২০২৪ সালের কোরআন প্রতিযোগিতাটি আগামী ১২ মার্চ ২০২৪ এ শুরু হবে। আলোচিত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গত ২৯ নভেম্বর ২০২৩ এ দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোঃ আনিছুর রহমান সরকারের স্বাক্ষর সংবলিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। উক্ত বিজ্ঞপ্তিতে দুবাইয়ে অনুষ্ঠিতব্য ২০২৪ সালের কোরআন প্রতিযোগিতার সময় হিসেবে পহেলা রমযান থেকে ১৪ রমযান মোতাবেক ১২ থেকে ২৫ মার্চ ২০২৪ এর কথা উল্লেখ করা হয়েছে। তাছাড়া, দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় কিভাবে আবেদন করবেন – এই মর্মে ঢাকা পোস্ট কর্তৃক প্রকাশিত একটি সংবাদেও উল্লেখ করা হয়েছিল যে, আলোচিত প্রতিযোগিতাটি আগামী ১২ থেকে ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
হাফেজ সালেহ আহমেদ তাকরিম আবারও দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন কিনা – এই ব্যাপারে বিস্তারিত জানতে আমরা ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোঃ আনিছুর রহমান সরকারের সাথে যোগাযোগ করেছি। সালেহ আহমেদ তাকরিমের প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এই বছরের (২০২৪) প্রার্থী বাছাই হয়ে গেছে। তাকরিম যেহেতু গতবছর (২০২৩) প্রথম স্থান অধিকার করেছিল, সেহেতু তাঁর পক্ষে এই বছর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ নেই।”
উল্লেখ্য, হাফেজ সালেহ আহমেদ তাকরিম ২০২৩ সালে অনুষ্ঠিত দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল। পড়ুন এখানে এবং এখানে।
অতএব, উপরের আলোচনা থেকে বিষয়টি স্পষ্ট হয়েছে যে, হাফেজ সালেহ আহমেদ তাকরিম ২০২৪ সালের দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন নি এবং একবার জয়ী হওয়ায় তাঁর পক্ষে দ্বিতীয়বার ঐ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আর সুযোগ নেই।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ এই সিদ্ধান্তে এসেছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিটি মিথ্যা।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।