মৌরতানিয়ার হজযাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পড়ে ২১০ হাজী মারা যাওয়ার দাবিটি গুজব 

308
মৌরতানিয়ার হজযাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পড়ে ২১০ হাজী মারা যাওয়ার দাবিটি গুজব 
মৌরতানিয়ার হজযাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পড়ে ২১০ হাজী মারা যাওয়ার দাবিটি গুজব 

আর কয়েক দিন পরেই শুরু হবে মুসলিমদের অন্যতম ইবাদত হজের আনুষ্ঠানিকতা। হজে অংশ নিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজযাত্রীরা সৌদি আরব যেতে শুরু করেছেন। এমন প্রেক্ষাপটে ফেসবুকে ২২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, আফ্রিকার দেশ মৌরতানিয়া থেকে সৌদিগামী একটি হজযাত্রার ফ্লাইট বিধ্বস্ত হয়ে দেশটির ২১০ জন মারা গেছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এই দাবিতে ভাইরাল ভিডিওটি অন্তত ছয় বছরের পুরোনো এবং এটি ইন্দোনেশিয়ার ঘটনা। এ ছাড়া সম্প্রতি মৌরতানিয়ার হজযাত্রীবাহী বিমান দুর্ঘটনার দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে ফিলিপাইনভিত্তিক সংবাদমাধ্যম ফিলিপাইন নিউজের একটি প্রতিবেদনে ভিডিওটি পাওয়া যায়। এটি ২০১৮ সালের ৩১ অক্টোবর প্রকাশিত হয়। এটির বর্ণনা থেকে জানা যায়, ওই বছরের ২৯ অক্টোবর ইন্দোনেশিয়ার লায়ন এয়ার নামে বিমান সংস্থার একটি ফ্লাইট (ফ্লাইট নাম্বার জেটি৬১০)  ১৮৯ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়। 

এই ঘটনার পর লায়ন এয়ারেরই আরেকটি ফ্লাইটের দুর্ঘটনার হাত থেকে বেঁচে আসার একটি ভিডিও ভাইরাল হয়। প্রতিবেদনটিতে থাকা এই ভিডিওটির সঙ্গে মৌরতানিয়া থেকে সৌদিগামী হজযাত্রার ফ্লাইট বিধ্বস্ত হওয়ার দাবিতে প্রচারিত ফুটেজটির হুবহু মিল রয়েছে।

পরে আরও খুঁজে ইন্দোনেশীয় সংবাদমাধ্যম কম্পাস ডটকমে উল্লিখিত ঘটনা ও একই ভিডিও নিয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০১৮ সালের ৩০ অক্টোবর প্রকাশিত এই প্রতিবেদনটি থেকে জানা যায়, লায়ন এয়ারের ফ্লাইট ‘জেটি ৬১০’ দুর্ঘটনায় পড়ার পর ওই সময় ভিডিওটি এই ফ্লাইটের দাবিতে ভাইরাল হয়েছিল। তবে ভিডিওটি লায়ন এয়ারের ভিন্ন একটি ফ্লাইটের। ওই ফ্লাইটের নাম্বার ছিল ‘জেটি ৩৫৩’। ফ্লাইটটি ইন্দোনেশিয়ার পাদাং থেকে জাকার্তায় যাওয়ার সময় তীব্র ঝাঁকুনি, ইঞ্জিন সমস্যাসহ বেশ কিছু জটিলতায় পড়েছিল।

এ ছাড়া ২০১৮ সালের ওই সময় ফেসবুক, এক্সের (সাবেক টুইটার) বিভিন্ন অ্যাকাউন্ট থেকে মৌরতানিয়া থেকে সৌদিগামী হজযাত্রার ফ্লাইট বিধ্বস্ত হওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি পোস্ট হতে দেখেছে ফ্যাক্টওয়াচ। 

ফলে এটি নিশ্চিত হওয়া যায়, মৌরতানিয়া থেকে সৌদিগামী হজযাত্রার ফ্লাইট বিধ্বস্ত হওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়, এটি অন্তত ২০১৮ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান। 

এ ছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে নির্ভরযোগ্য বৈশ্বিক কোনো সংবাদমাধ্যমে মৌরতানিয়ার হজযাত্রীবাহী বিমান দুর্ঘটনার দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং দেশটির বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে আফ্রিকাআরবভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানিয়েছে, দেশটির হজযাত্রীবাহী বিমান দুর্ঘটনার দাবিটি গুজব। দেশটির হজযাত্রীরা নিরাপদে সৌদি আরবে পৌঁছেছে।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ মৌরতানিয়া থেকে সৌদিগামী একটি হজযাত্রার ফ্লাইট বিধ্বস্ত হয়ে দেশটির ২১০ জন হাজী মারা যাওয়ার দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।

Claim:
ফেসবুকে ২২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, আফ্রিকার দেশ মৌরতানিয়া থেকে সৌদিগামী একটি হজযাত্রার ফ্লাইট বিধ্বস্ত হয়ে দেশটির ২১০ জন মারা গেছেন।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh