সম্প্রতি হানিফ সংকেত সড়ক দূর্ঘটনায় মারা গিয়েছেন এমন একটি খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে জানা যায়, খবরটি ভিত্তিহীন। এসব পোস্টে কোনো ধরনের তথ্য সূত্রের উল্লেখ নেই। দৈনিক ইনকিলাব এবং ইত্তেফাকে হানিফ সংকেতের বরাতে জানানো হয়েছি দাবিটি মিথ্যা।
ভাইরাল এই খবরে দাবি করা হচ্ছে, হানিফ সংকেত ২৪ মে ২০২২ দুপুরে সড়ক দূর্ঘটনায় মারা গিয়েছেন।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ভাইরাল এসব ফেসবুক পোস্টে উক্ত দাবির পক্ষে কোনো ধরনের তথ্যসূত্রের উল্লেখ নেই। সূত্র ছাড়াই এমন একটি খবর ফেসবুকে ভাইরাল হচ্ছে।
এমন দাবির সত্যতা জানতে বিভিন্ন কি-ওয়ার্ড অনুসন্ধান করা হলে, প্রথম সারির গণমাধ্যমে এমন কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। বরং দৈনিক ইনকিলাবে হানিফ সংকেতের বরাতে জানানো হয় যে খবরটি মিথ্যা। সেখানে সংকেত বলেন, “গুজবটি যারা ছড়াচ্ছেন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করছেন। এটা নিঃসন্দেহে অনৈতিক কাজ। এভাবে মানুষজনকে আতঙ্কের মাঝে ফেলার কোনো মানে হয় না”।
এছাড়া গতকাল রাতে হানিফ সংকেত তার আইডি থেকে “ইত্যাদি”র একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন। অর্থাৎ, তিনি যদি দুপুরবেলা দূর্ঘটনায় মারাই যান তবে তার ফেসবুক আইডি থেকে নিশ্চয়ই “ইত্যাদি”র ভিডিও পোস্ট করার কথা নয়।
সুতরাং বিষয়টি পরিষ্কার যে, হানিফ সংকেতের মৃত্যুর খবরটি ভিত্তিহীন। দৈনিক ইনকিলাবসহ কয়েকটি গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। তাই ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?