সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে এ পর্যন্ত StepDownHasina হ্যাশট্যাগটি ২ কোটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। অনেক পোস্টে ১ কোটির বেশি, ৪ কোটি এমনকি ৫ কোটি বার শেয়ারের কথাও বলা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধান থেকে দেখা যাচ্ছে, ফেসবুকের তথ্যানুযায়ী এ প্রতিবেদন লেখা অব্দি হ্যাশট্যাগটি সাড়ে ছয় লক্ষের কিছু বেশিবার শেয়ার করা হয়েছে। ফেসবুক কাউন্টার যদি সঠিক সংখ্যা প্রদর্শন না করতে পারে সেক্ষেত্রে ভাইরাল পোস্টগুলোর পক্ষেও হ্যাশট্যাগের নির্দিষ্ট সংখ্যা দাবি করা সম্ভব নয়। সে কারণে ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “বিভ্রান্তিকর” আখ্যা দিচ্ছে।
ফেসবুকেকোনোনির্দিষ্টহ্যাশট্যাগব্যবহারকরারট্রেন্ডশুরুহলে, উক্তহ্যাশট্যাগেক্লিককরলেঅথবাসার্চবারেহ্যাশট্যাগটিলিখেসার্চকরলেফেসবুকেরঅ্যালগরিদমসেটিকতোবারফেসবুকেপোস্টকরাহয়েছেবাকোনোপোস্টেহ্যাশট্যাগটিউল্লেখকরাহয়েছেসেইসংখ্যাটিপ্রদর্শনকরে।এপ্রতিবেদনলেখারসময়পর্যন্তফেসবুকপোস্টওকমেন্টমিলিয়েউল্লেখিতহ্যাশট্যাগেরসংখ্যাদেখাচ্ছেপ্রায়৬ লক্ষ ৬৯ হাজার।
ক্রাউডট্যাঙ্গল নামক একটি সোশাল মিডিয়া মনিটরিং প্ল্যাটফর্ম থেকে দেখা যাচ্ছে এখন পর্যন্ত এই হ্যাশট্যাগ উল্লেখ করা হয়েছে এরকম পোস্টের সংখ্যা (কমেন্ট ব্যতীত) ১৭,৪৯২ টি।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।