মিয়ানমারে ত্রাণ পাঠানোর ভিডিওকে ফিলিস্তিনের জন্য বলে প্রচার 

30
মিয়ানমারে ত্রাণ পাঠানোর ভিডিওকে ফিলিস্তিনের জন্য বলে প্রচার 
মিয়ানমারে ত্রাণ পাঠানোর ভিডিওকে ফিলিস্তিনের জন্য বলে প্রচার 

ফেসবুকে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী পাঠানোর কয়েকটি স্থির ছবি দিয়ে বানানো একটি ভিডিওতে বলা হচ্ছে, ফিলিস্তিনের জন্য ২০০ টন খাবার নিয়ে রওনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পের পরে রাষ্ট্রীয় সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিলো। ভিডিওতে ব্যবহৃত ছবিগুলো সেই সময়ের। 

 এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

বাংলাদেশ আর্মির ফেসবুক পেজ অনুসন্ধানে, মিয়ানমারের গত ২৮ মার্চ, ২০২৫ এর ভূমিকম্পের পরে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা কার্যক্রমের বিস্তারিত তথ্য পাওয়া যায়। ছবিগুলোতে সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামানকে ত্রাণ পাঠানো কার্যক্রম তদারকি করতে দেখা যায়। ৩০ মার্চের পোস্টে ১২টি স্থির ছবি দিয়ে সহায়তা কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়েছে। মূলত এই পোস্ট থেকে ছবি নিয়েই ফেসবুকে ফিলিস্তিনে সহায়তার ভিডিওটি বানানো হয়েছে।

সেনাবাহিনীর ফেসবুক পেজে ৩০ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত পাওয়া যায় এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ইউটিউবে কালবেলার একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে সেনাবাহিনীর ফেসবুক পেজে উল্লেখিত ছবিগুলোর সঙ্গে বলা হয়েছে, “মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ থেকে মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে জরুরী ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ঔষধ, তাবু, শুকনা খাবার এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য রেসকিউ টিম ও মেডিকেল টিম প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান উপস্থিত থেকে মিয়ানমারে জরুরী সহায়তা প্রদানকারী দলের পূর্ব প্রস্তুতি পরিদর্শন করেন”।

অন্যদিকে, ফিলিস্তিনে বাংলাদেশের সহায়তা নিয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে সাম্প্রতিক কোন উদ্যোগের খবর পাওয়া যায় না। তবে ২০২৩ সালের একটি প্রতিবেদন পাওয়া যায়। ভয়েস অব আমেরিকার এই প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের কাছে মানবিক সহায়তা হস্তান্তর করেছে বাংলাদেশ। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ‘ইউসুফ এসওয়াই রমাদান’ এই প্রতীকী মানবিক সহায়তা গ্রহণ করেন।

সাম্প্রতিক সময়ে গাজায় যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার পর বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ফিলিস্তিনে সহায়তা কার্যক্রমের কোন খবর খুঁজে পাওয়া যায়নি। 

উল্লেখ্য, সম্প্রতি গাজায় যুদ্ধ পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করার পর বাংলাদেশের ফেসবুকে নানান ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে পড়তে দেখা যায়। ফ্যাক্টওয়াচে প্রকাশিত এ ধরনের কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। 

ফলে সঙ্গত কারণে, ‘বাংলাদেশ সেনাবাহিনী ফিলিস্তিনে ২০০ টন খাবার নিয়ে রওনা দিয়েছে’ – এই তথ্যযুক্ত ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করা হলো। 

Claim:
ফেসবুকে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী পাঠানোর কয়েকটি স্থির ছবি দিয়ে বানানো একটি ভিডিওতে বলা হচ্ছে, ফিলিস্তিন এর জন্য ২০০ টন খাবার নিয়ে রওনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh