ফেসবুকে মাঝে মাঝেই বিভিন্ন অসূস্থ ব্যক্তির ছবি পোস্ট করে সাহায্য প্রার্থনা করা হয়। এসব পোস্টে দাবি করা হয়, নির্দিষ্ট এই রোগীর ছবিতে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করলেই ফেসবুক কর্তৃপক্ষ উক্ত রোগীকে বা সাহায্যপ্রার্থীকে নির্দিষ্ট পরিমাণ অর্থসাহায্য দেবে।
তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
গত ১৮ই আগস্ট ,২০২১ থেকে ফ্যাক্টওয়াচ বিভিন্ন সময়ে বেশ কয়েকটি ভুয়া সাহায্য প্রার্থনার আবেদন সনাক্ত করেছে। এসব আবেদনে দেখা যায় নির্দিষ্ট কোনো রোগীর ছবি এবং শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে বিকাশ নাম্বারে সাহায্য চাওয়া হয়। এসব পোস্টের শুরুতে জানানো হয়, পোস্টটি লাইক শেয়ার বা কমেন্ট করলে নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যায় (স্ক্রিনশট দেখুন)।
এসব তথ্য দিয়ে আহবান জানানো হয়, এই পোস্ট শেয়ার করার জন্য।
এক্ষেত্রে বিভিন্ন আবেগপ্রবণ ভাষাও ব্যবহার করা হয় । ( যেমন- আপনার আঙুলের চাপের একটি মাত্র শেয়ারের কারণে বেঁচে যেতে পারে একজন দরিদ্র পরিবারের সন্তান , কিংবা , এমন কোনো পাথরের মানুষ কি থাকবে যে শেয়ার করবে না? )
এ ধরনের স্পর্শকাতর ছবি কিংবা ক্যাপশনের কারণে অনেকেই এসব পোস্ট শেয়ার করেন।
তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, ফেসবুক কর্তৃপক্ষ, কিংবা অন্য কেউ, কখনোই এভাবে ছবি শেয়ার করার কারণে কাউকে টাকা পয়সা প্রদান করে না।
অসূস্থ কারো জন্য অর্থ সাহায্য তোলার জন্য ফেসবুকে ‘Fundraiser’ নামে একটি অপশন রয়েছে।
নির্দিষ্ট কিছু নিয়মকানুন অনুসরণ করে যে কোনো ফেসবুক ব্যবহারকারী এভাবে ফান্ড রেইজ ফিচার ব্যবহার করে সাহায্যের আবেদন করতে পারে। বর্তমানে বিশ্বের ৪৭ টা দেশ থেকে ফেসবুকের এই ফিচারটা ব্যবহার করা যায়। তবে বাংলাদেশ থেকে কোনো ব্যবহারকারী এই ফান্ড রেইজার অপশন ব্যবহার করতে পারেন না ।
তা সত্ত্বেও প্রবাসী অনেক বাংলাদেশীকে দেখা যায় , ফেসবুকের এই ফান্ড রেইজার অপশন ব্যবহার করে বিভিন্ন কাজের জন্য আর্থিক সাহায্য সংগ্রহ করতে। যেমন- বিদ্যানন্দ ফাউন্ডেশন, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন ইত্যাদি।
এছাড়া, ভিডিওতে বিজ্ঞাপন যোগ করার মাধ্যমে ফেসবুক এর কন্টেন্ট ক্রিয়েটরদের অর্থ আয় করার সুযোগ দেয়।
তবে কোনোভাবেই, কেবলমাত্র ছবি লাইক বা শেয়ার করার কারনে কাউকে ফেসবুক অর্থ দেয় না।
বাংলাদেশের আগে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ছবি শেয়ার করলেই ফেসবকের টাকা দেওয়ার গুজবটা ভাইরাল হয়েছিল। এ বিষয়ে বিভিন্ন দেশের একাধিক ফ্যাক্ট চেকিং সংস্থা প্রতিবেদন প্রকাশ করেছে। যেমন- ফ্যাক্টলি , সিবিএস নিউজ , পলিটি ফ্যাক্ট ,বেটার বিজনেস বুরো , techwelkin, FAQ-ANS ইত্যাদি ।
সকলেই একমত হয়েছেন , এভাবে কোনো ছবি লাইক, কমেন্ট বা শেয়ার করলে ফেসবুক কাউকে আর্থিক সাহায্য প্রদান করে না।
অনলাইনে ভুয়া সাহায্য প্রার্থীদের দৌরাত্ম্য
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গিয়েছে, এ ধরনের মানবিক সাহায়ের অনেকগুলো পোস্টই মিথ্যা। এক্ষেত্রে রোগীর ছবি, কিংবা তথ্য কিংবা বিকাশ নাম্বারে অসঙ্গতি দেখা যায়।
পরবর্তীতে রিউমার স্ক্যানার , বুম-বিডিসহ আরো অনেক ফ্যাক্ট-চেকার প্রতিষ্ঠান এ ধরনের ভুয়া সাহায্য প্রার্থী সনাক্ত করেছে।
গত ৮ই ফেব্রুয়ারি ২০২২ তারিখে এমন একটি ভুয়া সাহায্যপ্রার্থী চক্রকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট গ্রেফতার করেছে।
তবে একটি চক্রকে গ্রেফতারের পরেও বর্তমানে অনলাইনে এমন ভুয়া সাহায্যের আবেদন দেখা যাচ্ছে।
এমন ধরনের কোনো সন্দেহজনক সাহায্যের আবেদন দেখতে পেলে ফ্যাক্টওয়াচের ফেসবুক পেজে বা গ্রুপে জানানোর জন্য সচেতন ফেসবুক ব্যবহারকারীদের অনুরোধ জানানো হচ্ছে।