২৪ জুন ২০১৫ তারিখে একাধিক অনলাইন পোর্টাল থেকে “আমার মতো হতে শাকিবকে আরও সাত বার জন্ম নিতে হবে: হিরো আলম” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যা মূলত মিথ্যা। সংবাদটির বিস্তারিত অংশে গিয়ে দেখা যায় সংবাদটির শিরোনামে উল্লেখিত এমন কোনো কথা হিরো আলম বলেননি। সংবাদটি মূলত গত ১১ জানুয়ারি ২০২১ তারিখে প্রকাশিত dbcnews.tv এর একটি সংবাদকে হুবহু কপি করে তৈরি করা হয়েছে। সংবাদটি ছিল মূলত ‘সাহসী হিরো আলম’ সিনেমার নির্মাতা এ. আর. মুকুল নেত্রবাদী এর একটি সাক্ষাৎকার নিয়ে।
মিথ্যা শিরোনামযুক্ত খবরটির বিস্তারিত অংশের লাইন ধরে ধরে অনুসন্ধান চালিয়ে ফ্যাক্টওয়াচ টিম খুঁজে পেয়েছে গত ১১ জানুয়ারি ২০২১ তারিখে প্রকাশিত dbcnews.tv এর একটি সংবাদ। ‘শাকিব খানের চেয়ে কম জনপ্রিয় নন হিরো আলম’ শিরোনামে প্রকাশিত সংবাদটি ছিল মূলত গতবছরের অক্টোবরে মুক্তি পাওয়া হিরো আলম অভিনীত সিনেমা ‘সাহসী হিরো আলম’ নিয়ে দেয়া সিনেমাটির নির্মাতা এ. আর. মুকুল নেত্রবাদীর একটি সাক্ষাৎকার নিয়ে। তবে এই মূল সাক্ষাতকারটি গত ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে এনটিভির ফেসবুক ভ্যারিফাইড পেইজ থেকে প্রকাশিত হয়েছিল।
ডিবিসি নিউজ এবং এনটিভির সংবাদটি সঠিক শিরোনামে প্রকাশিত হলেও উপরোক্ত অনলাইন পোর্টালগুলো সংবাদটিতে মিথ্যা শিরোনাম যুক্ত করে প্রচার করেছে। সংবাদগুলোতে হিরো আলমের কোনো সাক্ষাৎকার নেই, বরং পুরো সংবাদটি এ. আর. মুকুল নেত্রবাদীর দেয়া একটি সাক্ষাৎকার নিয়ে। সংবাদের বিস্তারিত অংশ প্রায় অবিকল থাকলেও উক্ত মিথ্যা শিরোনামটি জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে বিবেচনায় ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী সংবাদটি মিথ্যা।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?