সম্প্রতি দৈনিক প্রথম আলোর আদলে বানানো ফটোকার্ডে বেগম খালেদা জিয়াকে নিয়ে হিরো আলমের একটি উক্তি ফেসবুকে পাওয়া যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ফটোকার্ডটি প্রথম আলো বা অন্য কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায় নি। তাছাড়া হিরো আলম খালেদা জিয়াকে নিয়ে এরকম বলেছেন বলে কোনো তথ্য মূলধারার মিডিয়ায় আসে নি। প্রথম আলোর নামে বানানো বিভিন্ন ফটোকার্ডের মতো এটিও একটি ভুয়া ফটোকার্ড হওয়ায় ফ্যাক্টওয়াচ এ ছবিকে মিথ্যা আখ্যা দিচ্ছে।
ফটোকার্ডে উল্লেখিত হিরো আলমের উক্তিটি হলো – “শিক্ষাগত যোগ্যতা ছাড়া বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারলে, আমি এমপি হয়তে পারুম না কেন?” ফটোকার্ডটি প্রকাশের তারিখ লেখা রয়েছে ২৫ জুন, ২০২৩।
প্রথম আলোর ওয়েবসাইটে উক্ত তারিখ এবং সাম্প্রতিক তারিখের সংবাদ সন্ধান করে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায় নি। প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেইজেও এই ফটোকার্ডটি পাওয়া যায় নি।
হিরো আলমের এই উক্তির সত্যতা যাচাই করতে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে প্রথম আলো অথবা মূলধারার কোনো সংবাদমাধ্যম থেকে এ সংক্রান্ত প্রমাণ পাওয়া যায়নি। হিরো আলমের ইউটিউব চ্যানেল থেকে দু সপ্তাহ আগে প্রকাশিত ‘হিরো আলম শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবং ঢাকা 17 আসনের নির্বাচন নিয়ে যা বললেন’ শিরোনামের ভিডিওতে হিরো আলম নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ওঠা অভিযোগের জবাব দিলেও সেখানে খালেদা জিয়ার সাথে নিজেকে তুলনা করে কোনো মন্তব্য করেন নি।
স্পষ্টত, ২৫ জুন প্রথম আলোকে হিরো আলম উক্ত মন্তব্য করে কোনো সাক্ষাৎকার দেন নি। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ ছবিকে মিথ্যা সাব্যস্ত করছে।
প্রথম আলোর নামে বানানো আরও কিছু ভুয়া ফটোকার্ড সম্পর্কিত ফ্যাক্টওয়াচের রিপোর্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।