সম্প্রতি ফেসবুকে চলন্ত বাসে ডাকাতির সময় হাইওয়ে পুলিশ কর্তৃক ফিল্মি স্টাইলে ডাকাতদের গ্রেফতারের দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশের একটি দল বাস থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ কয়েকজন ডাকাতকে গ্রেপ্তার করছে। কোনো কোনো পোস্টে দাবি করা হয়েছে, এটি খুলনার ঘটনা। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটি বাস্তব কোনো ঘটনা নয়; এটি হাইওয়ে পুলিশের একটি প্রচারণারমূলক ভিডিও যা ২০২৩ সালে পোস্ট করা হয়।
ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে হাইওয়ে পুলিশ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি পাওয়া যায়। পেজটি ঘুরে দেখা যায়, এতে দেশের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশের দৈনন্দিন কার্যক্রমের সংবাদ পোস্ট করা হয়।
পেজটিতে হাইওয়ে পুলিশ কর্তৃক ফিল্মি স্টাইলে ডাকাত গ্রেফতারের দাবিতে ভাইরাল ভিডিওটি ২০২৩ সালের ২০ আগস্ট পোস্ট করা হয়।পোস্টের ক্যাপশনে লেখা, “হাইওয়ে পুলিশ কুইক রেসপন্সে মাত্র ১০ মিনিটে সর্বদা যে কোন ঘটনাস্থলে পৌঁছে যায়”। ১ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওটি মূলত হাইওয়ে পুলিশের প্রচারণার অংশ। পুরো ভিডিওটির শেষ অংশে হাইওয়ে পুলিশের একটি বিজ্ঞাপনও জুড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হাইওয়ে পুলিশ কর্তৃক ডাকাত গ্রেপ্তারের কোনো তথ্য দেশীয় কোনো সংবাদমাধ্যম সূত্রে পাওয়া যায়নি। এ ছাড়া খুলনাতেও সাম্প্রতিক সময়ে এমন কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি।
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ চলন্ত বাসে ডাকাতির সময় ডাকাতদের হাইওয়ে পুলিশ কর্তৃক ফিল্মি স্টাইলে গ্রেফতারের দাবিটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।
Claim: সম্প্রতি ফেসবুকে চলন্ত বাসে ডাকাতির সময় হাইওয়ে পুলিশ কর্তৃক ফিল্মি স্টাইলে ডাকাতদের গ্রেফতারের দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশের একটি দল বাস থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ কয়েকজন ডাকাতকে গ্রেপ্তার করছে। কোনো কোনো পোস্টে দাবি করা হয়েছে, এটি খুলনার ঘটনা।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh