গণেশ দেবতা ছবি দিয়ে জুতা তৈরির ঘটনাটি বাংলাদেশের নয়

79
গণেশ দেবতা ছবি দিয়ে জুতা তৈরির ঘটনাটি বাংলাদেশের নয়
গণেশ দেবতা ছবি দিয়ে জুতা তৈরির ঘটনাটি বাংলাদেশের নয়

Published on: [post_published]

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে যথাক্রমে দাবি করা হয়েছে, জুতার মধ্যে গণেশের ছবি দিয়ে সনাতন ধর্মের অপমান করা হয়েছে। বর্তমান সরকার বা বাংলাদেশ সরকারের কি এমন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য?

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে জানতে পেরেছে যে, হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা গণেশের ছবি সম্বলিত স্যান্ডেল বাংলাদেশের তৈরি নয়। বিশ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান American Eagle Outfitters জুতাটি তৈরি করেছিল। তবে হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদের কারণে প্রতিষ্ঠানটি ২০০৩ সালে এই জুতার ব্রান্ড বাজার থেকে সরিয়ে নেয়। যেহেতু ভাইরাল পোস্টে এই জুতার তৈরি ঘটনাটি বাংলাদেশের বলে দাবি করা হয়েছে, তাই ফ্যাক্টওয়াচ এমন দাবিগুলোকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

 

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন  এখানে , এখানে , এখানে,  এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করা হয়। সেখান থেকে জানা যায় “American Eagle Outfitters” নামক কোম্পানি বিশ বছর আগে গণেশের ছবি বসানো একটি স্যান্ডেল আমেরিকা এবং কানাডার বাজারে নিয়ে আসে। এটি নিয়ে হিন্দু সম্প্রদায় তীব্র প্রতিবাদ শুরু করার কারণে ২০২৩ সালেই তা বাজার থেকে তুলে নেয় কোম্পানিটি। যদিও change নামের একটি ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গণেশের ছবি সম্বলিত স্যান্ডেল তৈরির কারণে ২০১৫ সালেও প্রতিষ্ঠানটির উপরে একটি পিটিশন দায়ের করা হয়। বিস্তারিত জানুন এখানে। তবে, পরবর্তীতে এই পিটিশনটি বন্ধ করে দেয়া হয়। আপডেট হিসেবে জানানো হয়েছিল, American Eagle Outfitters থেকে দুঃখপ্রকাশসহ ২০০৩ সালে এই জুতাটির বিক্রি বন্ধ হয়ে গিয়েছিল ৷ পুরানো বিষয় নিয়ে এরকম পদক্ষেপের জন্য পিটিশনকারী নিজেও দুঃখপ্রকাশও করেন।

বিভিন্ন কি-ওয়ার্ড অনুসন্ধান করে আলোচিত বিষয়টি নিয়ে ২০০৩ সালে প্রকাশিত আরো কিছু তথ্য পাওয়া যায়। তা থেকে জানা যায়, AEO কোম্পানিটি এমন জুতা বাজারে নিয়ে আসার জন্য ক্ষমা চেয়েছিল । আরও বিস্তারিত জানুন এখানে এবং এখানে

উল্লেখ্য যে যেই ছবি বর্তমানে ভাইরাল হয়েছে, সেই ছবিই ২০০৩ সালে সামনে এসেছিল। তা নিয়েই প্রতিবাদ হয়েছিল।

২৯ এপ্রিল ২০০৩ তারিখে  হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত “Hindus Protest over Sandels with ganesha images” শিরোনামে প্রকাশিত দুটি আর্টিকেল থেকে জানা যায়, জুতা বিষয়ে কোম্পানির পক্ষ থেকে দুঃখপ্রকাশ করার পরও হিন্দু সম্প্রদায় প্রতিবাদ অব্যাহত রাখে৷ কারণ, একই কোম্পানির তৈরি আরেকটি হ্যান্ডব্যাগ দেবতা গণেশকে অবমাননা করছে বলে আমেরিকান হিন্দু কমিটি American Hindus Against Defamation বা সংক্ষেপে AHAD প্রতিবাদ চালিয়ে যায়৷

তীব্র সমালোচনার মুখে জুতাটি তৈরির সাথে জড়িত “American Eagle Outfitters” এর ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল কাউন্সেল Neil Bulman এই কার্যক্রমের জন্য ২৯ এপ্রিল ২০০৩ তারিখে দুঃখপ্রকাশ করে এবং একই সাথে মার্কেট থেকে এই জুতাটি প্রত্যাহারের বিষয়ে আশ্বস্ত করে।

সাম্প্রতিক সময়ে, কিংবা অতীতেও গণেশের ছবি দিয়ে বাংলাদেশে জুতা তৈরির কোনো ঘটনা অনুসন্ধানে পাওয়া যায় নি। আর ভিত্তিহীন দাবিতে ব্যবহৃত জুতার ছবিটি মার্কিন কোম্পানির, যার সাথে বাংলাদেশের কোনোই সম্পর্ক নেই। তাই দাবিগুলোকে ফ্যাক্টওয়াচ বিভ্রান্তিকর সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

No Factcheck schema data available.