সম্প্রতি বাংলাদেশে শিক্ষা বিষয়ক বিভিন্ন উচ্চপদে হিন্দু ধর্মাবলম্বী কর্মকর্তাদের নামের একটি তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, বাংলাদেশের মত একটি মুসলিমপ্রধান দেশের শিক্ষাব্যবস্থা হিন্দুদের হাতে তুলে দেওয়া হচ্ছে! অনুসন্ধানে দেখা যাচ্ছে, দাবিটি সম্পূর্ণ মিথ্যা। তালিকায় থাকা নামের সাথে বর্তমানে কর্তব্যরত ব্যক্তিদের কোনো মিল নেই। এছাড়া সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কোনো পদে ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে চাকরি পাওয়ারও কোনো বৈধ সুযোগ নেই।
১০) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম আমিরুল ইসলাম।
১১-১৭) শিক্ষা মন্ত্রণালয়ের উচ-সচিব, সহকারী সচিব, যুগ্ম প্রধান, অতিরিক্ত সচিব পদে যেসব ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে এর সাথে মূল পদে থাকা ব্যক্তিদের পরিচয় এক নয়। মন্ত্রণালয়ের এসব পদে থাকা ব্যক্তিদের পরিচয় দেখুন এখানে।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কোনো চাকরি বা পদের জন্য শুধুমাত্র ধর্মের জন্য অযোগ্য বা বৈষম্যের শিকার হওয়ার কোনো সুযোগ নেই। প্রজাতন্ত্রের যেকোনো চাকরিতে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে।
সুতরাং বিষয়টি পরিষ্কার যে, ভাইরাল দাবিটি মিথ্যা। সেখানে উল্লেখিত কর্মকর্তাদের সাথে মূল পদে থাকা ব্যক্তিদের কোনো মিল নেই। তাই ফ্যাক্টওয়াচ এসব ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা চিহ্নিত করছে।