সম্প্রতি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের একটি উক্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, শ্রীলঙ্কার ঘটনায় ঢাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। কিন্তু আসাদুজ্জামান খানের ভেরিফাইড ফেসবুক পেজ, মূলধারার গণমাধ্যম কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট কোথাও এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।
“শ্রীলঙ্কার ঘটনায় আমরাও আতঙ্কিত;ঢাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
তাহলে হয় ক্ষমতা ছাড়েন, না হয় পিঠে চালাবন বাধেন।
পুলিশ দিয়ে আর বেশি দিন দমিয়ে রাখা যাবে না”।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ভাইরাল এই পোস্টে উক্ত দাবির পিছনে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। তাই প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ডের সাহায্যে অনুসন্ধান করা হলে এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। পুনরায় আসাদুজ্জামান খানের ফেসবুক পেজটি অনুসন্ধান করা হলে সেখানেও কিছু পাওয়া যায়নি।
পরবর্তীতে, মূলধারার কিছু গণমাধ্যমে অনুসন্ধান করা হলে সেখানেও আসাদুজ্জামান খানের এমন বক্তব্যের সন্ধান পাওয়া যায়নি।
এছাড়া সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থা শ্রীলংকার থেকেও ভয়াবহ হবে। নয়াপল্টনে একটি সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এর প্রেক্ষিতে দি বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে গতকাল বুধবার খুলনায় একটি প্রেস বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশের অবস্থা কখনোই শ্রীলংকার মত হবে না। শ্রীলংকা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ এই বক্তব্যটিই পাওয়া গিয়েছে।
সুতরাং, বিষয়টি পরিষ্কার যে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে প্রচারিত এই বক্তব্যটি ভিত্তিহীন। কোনো ধরণের তথ্যসূত্র ছাড়াই এটি সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?