সম্প্রতি এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে একটি প্রাসঙ্গিক ফেসবুক গ্রুপে দৈনিক প্রথম আলোর আদলে বানানো ফটোকার্ডে আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের একটি উক্তি পাওয়া যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ফটোকার্ডটি প্রথম আলো বা অন্য কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায় নি। বরং বিভিন্ন নিউজপোর্টালের সংবাদ থেকে জানা যাচ্ছে ঢাকা বোর্ডের চেয়ারম্যান সম্পূর্ণ বিপরীত উক্তি করেছেন। তাই ফ্যাক্টওয়াচ এ ছবিকে “মিথ্যা” আখ্যা দিচ্ছে।
গুজবেরউৎস:
১১আগস্ট HSC Discussion Group 2023 নামকএকটিজনপ্রিয়ফেসবুকগ্রুপেবেনামে একাধিকবারএপোস্টকরাহয়।এমনকিছুপোস্টদেখুনএখানে, এখানে, এখানে, এখানে।পরবর্তীতেএপোস্টথেকেভুয়াউক্তিটিফটোকার্ডছাড়াওপোস্টকরাহয়।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।