সম্প্রতি এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে একটি প্রাসঙ্গিক ফেসবুক গ্রুপে আসন্ন এইচএসসি পরীক্ষার সময়সূচী পরিবর্তনে শিক্ষামন্ত্রী জরুরি মিটিং ডেকেছেন – এমন তথ্য পাওয়া গেছে। বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য সেটি পরিবেশন করা হয়েছে দৈনিক প্রথম আলোর আদলে বানানো একটি ফটোকার্ডের মাধ্যমে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ফটোকার্ডটি প্রথম আলো বা অন্য কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায় নি। প্রথম আলো ইতোমধ্যে এ ছবিকে তাদের নাম ব্যবহার করে মিথ্যা প্রচারণা ও সংবাদটিকে ভুয়া দাবি করেছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ ছবিকে মিথ্যা আখ্যা দিচ্ছে।
গুজবেরউৎস
১৪আগস্টHSC Discussion Group 2023নামকএকটিজনপ্রিয়ফেসবুকগ্রুপেবেনামেএকাধিকবারএপোস্টকরাহয়। এছাড়াও HSC Exam Update নামক একটি পেইজ থেকেও ফটোকার্ডটি শেয়ার করা হয়।এমনকিছুপোস্টদেখুনএখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
ফটোকার্ডটি প্রকাশের তারিখ দেয়া আছে ১৪ আগস্ট ২০২৩। প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটে উক্ত তারিখ এবং তার পরবর্তী তারিখের সংবাদ সন্ধান করে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায় নি। প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে জানানো হচ্ছে যে প্রথম আলোর নামে ছড়ানো এ ছবিটি নকল ও মিথ্যা প্রচারণা, এবং সংবাদটি ভুয়া।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি আসন্ন এইচএসসি পরীক্ষা বিষয়ে জরুরি মিটিং ডেকেছেন এমন কোনো সংবাদ মূলধারার অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায় নি।
উল্লেখ্য, একই ফেসবুক গ্রুপ থেকে আগেও প্রথম আলোর ফটোকার্ড ব্যবহার করে এইচএসসি পরীক্ষা পেছানোর গুজব ছড়ানো হয়েছিলো। এ প্রসঙ্গে ফ্যাক্টওয়াচের রিপোর্ট দেখুন এখানে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।