২৯ মে ২০২২ তারিখে “ইলিয়াস হোসেন” নামের একটি ফেসবুক পেজ থেকে “ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিক্ষোভ মিছিল।“ ক্যাপশনে ২ মিনিট ৩৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি কমপক্ষে তিন বছর পুরনো। ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে, গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং গুম, খুন, ধর্ষণ এবং নারী নির্যাতন বন্ধের দাবি তে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছিল এই বিক্ষোভ মিছিল।
ফেসবুকে বিভিন্ন পেজ থেকে শেয়ার হওয়া উক্ত ভিডিওটি দেখুন এখানে, এখানে এবং এখানে।
উক্ত ভিডিওতে ব্যবহৃত ক্যাপশনের ভিত্তিতে অনুসন্ধান করে ৫ এবং ২৩ জুলাই ২০১৯ তারিখে ইউটিউবে প্রকাশিত উক্ত ভিডিওটির দুটি সংস্করণ খুঁজে পেয়েছে ফ্যাক্টওয়াচ টিম। ভিডিও দুটি দেখুন এখানে এবং এখানে।
অর্থাৎ উক্ত ভাইরাল ভিডিওটি কমপক্ষে তিন বছর পুরনো। তারিখ উল্লেখ না করে পুরনো ভিডিও নতুন করে প্রচারের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বিবেচনায় ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?