আইসিপিসি প্রতিযোগিতায় বুয়েটের অর্জনকে ভুলভাবে প্রচার

11
আইসিপিসি প্রতিযোগিতায় বুয়েটের অর্জনকে ভুলভাবে প্রচার আইসিপিসি প্রতিযোগিতায় বুয়েটের অর্জনকে ভুলভাবে প্রচার

Published on: [post_published]

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় -বুয়েট এর একটি দল International Collegiate Programming Contest-ICPC তে ২০২১ সালের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং সারাবিশ্বের ১১৭ টা ইউনিভার্সিটির মধ্যে ২৮ তম স্থান অর্জন করেছে। এশিয়া-পশ্চিম অঞ্চলের মধ্যে বুয়েট ই শীর্ষস্থান দখল করেছে। কিছু কিছু ওয়েব পোর্টালে তাদেরকে ‘এশিয়ার সেরা’ বলে দাবি করা হচ্ছে, যা সঠিক নয়।

বিভ্রান্তির উৎস

৬ই অক্টোবর বিকাল থেকে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে এই খবরটা ভুলভাবে উদ্ধৃত হতে দেখা যায়। যেমন – tech shohor , bdsomachar24 , digibangla , shiksharalo ,  campus today   ইত্যাদি ওয়েব পোর্টালে শিরোনাম করেছিল, ‘আইসিপিসিতে এশিয়ায় সেরা হল বুয়েট’ ।

এ বিষয়ে ফেসবুকে কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে


এসব খবরের বিস্তারিত বিবরণে  বলা হয়েছে, মস্কোতে অনুষ্ঠিত ৪৪তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় এশিয়া পশ্চিমাঞ্চলে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট )। ১ অক্টোবর থেকে এ প্রতিযোগিতা শুরু হয় , বিশ্বের ১২০ টি বিশ্ববিদ্যালয় দল এতে অংশগ্রহণ করে।বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিংয়ের আন্তর্জাতিক সর্ববৃহৎ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা হল আইসিপিসি ।এই প্রতিযোগিতায় বুয়েটের টিম মেম্বররা ছিলেন- অর্ঘ্য পাল (সিএসই১৫), আশিকুল ইসলাম (ইইই১৫), প্রীতম কুণ্ডূ (সিএসই১৬)

লক্ষণীয়, খবরের বিস্তারিত বিবরণে এশিয়া-পশ্চিমাঞ্চলের কথা বলা হলেও শিরোনামে শুধু এশিয়ার কথা বলা হয়েছে।

ফ্যাক্টচেক

International Collegiate Programming Contest (ICPC) হল বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং সমস্যা সমাধানের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা। প্রোগ্রামিংয়ের বিশ্বকাপ ও বলা হয় একে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক দল গঠনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিতে হয়। একটা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র একটা দল ই অংশ নিতে পারে। প্রত্যেক দলে ৩ জন সদস্য থাকে। আঞ্চলিক পর্যায়ে বাছাই প্রতিযোগিতার পরে চূড়ান্ত একটি প্রতিযোগিতা হয়, যাকে ICPC Finals বলা হয়। এ বছর ৪৪তম ICPC Finals অনুষ্ঠিত হল মস্কোতে।

ICPC-র তাদের সুবিধা অনুযায়ী অঞ্চল ভাগ করেছে। তাদের প্রতিযোগিতায়  ‘এশিয়া’ নামে কোনো অঞ্চল নাই। এশিয়া ওয়েস্ট, এশিয়া ইস্ট, এশিয়া প্যাসিফিক, ইত্যাদি এভাবে ভাগ করা হয়েছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো প্রতিযোগিতা করে এশিয়া ওয়েস্ট অঞ্চলে। এই অঞ্চলে আরো রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকা ,ইরান, নেপাল এবং মধ্য এশিয়ার দেশগুলি।

এই প্রতিযোগিতায় যেহেতু “এশিয়া” নামে যেহেতু কোনো অঞ্চল নেই, তাই ‘এশিয়ার সেরা’ হওয়া কারো পক্ষে সম্ভব নয়। প্রকৃতপক্ষে, বুয়েট-এর প্রতিনিধি দলটি এশিয়ার মধ্যে সেরা হয়নি। কেবলমাত্র পশ্চিম এশিয়ার বিশ্ববিদ্যালয় গুলার মধ্যে বুয়েট শীর্ষ অবস্থানে রয়েছে। চূড়ান্ত ফলাফল দেখতে পাবেন এখানে

আইসিপিসি’র অঞ্চলের হিসাব বাদ দিয়ে ভৌগোলিকভাবে বিবেচনা করলেও দেখা যায়, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, জাপানের বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের অবস্থান বুয়েটের উপরে। কাজেই, বুয়েট এর প্রতিনিধিদলকে কোনো বিচারেই ‘এশিয়ার সেরা’ বলা সম্ভব নয়।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত

বুয়েট প্রতিনিধিদলের আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় অর্জনের খবরটি কয়েকটি অনলাইন নিউজপোর্টালে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এশিয়া-পশ্চিমাঞ্চলের সেরা হিসেবে স্বীকৃতি পাওয়ার খবরটিকে “এশিয়ার সেরা” হিসেবে উল্লেখ করা হচ্ছে। সঙ্গত কারণে ফ্যাক্ট ওয়াচ এই খবরটিকে “আংশিক মিথ্যা” সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

No Factcheck schema data available.