আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে কূটনীতিকদের অংশ না নেয়ার তথ্যটি গুজব

12
আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে  কূটনীতিকদের অংশ না নেয়ার তথ্যটি গুজব আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে  কূটনীতিকদের অংশ না নেয়ার তথ্যটি গুজব

Published on: [post_published]

সম্প্রতি ফেসবুকে একটি তথ্য প্রচুর শেয়ার হয়েছে, যেখানে বলা হচ্ছে, বিদেশি কূটনীতিকদের সম্মানে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত ইফতার মাহফিলে কোনো কূটনীতিক যোগ দেন নি। মূলত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দেখা যায়, এপ্রিল ১৫, ২০২২ তারিখে বিদেশি কূটনীতিকদের সম্মানে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, তুরস্ক, মালয়েশিয়া, মরক্কো, জার্মানি, ভারত, চীন সুইজারল্যান্ড, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ৩০ দেশের কূটনীতিক অংশ নিয়েছিলেন। সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করছে। 

 

গুজবের উৎস

Mujtoba Khondker নামের ফেসবুক একাউন্ট থেকে “কুটনীতিকদের সম্মানে আম্লিগের  ইফতার পার্টি ছিল ওয়েস্টিন হোটেলে। কিন্তু আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন, সৌদি আরব, জাপান কোনো দেশের কুটনীতিকরা যাননি.. এমন কি হিন্দুস্থানের হাই কমিশনার দোরাই স্বামীও অনুপস্থিত ছিলেন। কিন্তু কেন? এটা কিসের আলামত! ওবায়দুল কাদেরকে দেখলাম, দলীয় কিছু সাংবাদিক পরিবেষ্টিত। সবচেয়ে মজার ব্যাপার হলো গণমাধ্যমের কর্মীদের ঢুকতে দেয়নি ওয়েস্টিনে, তাদের বাইরে থেকে বিরিয়ানির প্যাকেট দিয়ে বিদায় করে দিয়েছে। সংবাদকর্মীরা বুঝেনা। দিস ইজ আম্লিগ তবুও তারা হাসিনার গীত গায়” ক্যাপশনে পোস্টটি প্রথমে প্রকাশিত হয়। পরবর্তীতে এখান থেকে পোস্টটি দ্রুতগতিতে বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত একাউন্ট থেকে প্রকাশিত হতে থাকে। স্ক্রিনশট দেখুন নিচে

ভাইরাল হওয়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

বিষয়টি অনুসন্ধান করতে যেয়ে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চ করে মূলধারার সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, এপ্রিল ১৫, ২০২২ তারিখে বিদেশি কূটনীতিকদের সম্মানে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, তুরস্ক, মালয়েশিয়া, মরক্কো, জার্মানি, ভারত, চীন সুইজারল্যান্ড, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ৩০ দেশের কূটনীতিক অংশ নিয়েছিলেন। ১৫ এপ্রিল ২০২২ তারিখে চ্যানেল ২৪ এর এর একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি দেখুন এখানে

যুগান্তরের পত্রিকার অন্য একটি প্রতিবেদনেও দেখা যায় এপ্রিল ১৫, ২০২২ তারিখে বিদেশি কূটনীতিকদের সম্মানে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, তুরস্ক, মালয়েশিয়া, মরক্কো, জার্মানি, ভারত, চীন সুইজারল্যান্ড, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ৩০ দেশের কূটনীতিক অংশ নিয়েছিলেন।

প্রতিবেদনটি দেখুন এখানে

জাতীয় বার্তা সংস্থা

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এর অন্য একটি প্রতিবেদনও জানাচ্ছে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, তুরস্ক, মালয়েশিয়া, মরক্কো, জার্মানি, ভারত, চীন সুইজারল্যান্ড, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ৩০ দেশের কূটনীতিক অংশ নিয়েছিলেন। প্রতিবেদনটি দেখুন এখানে।

AL hosts iftar for foreign diplomats” শিরোনামে ১৫ এপ্রিল, ২০২২ এ প্রথম আলোর ইংরেজি শাখায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে সেদিন উপস্থিত কুটনীতিকদের নাম জানা যায়। বলা হয়, ভারতের হাই কমিশনার দোরাইস্বামী, চীনের লি জিমিং, যুক্তরাষ্ট্রের পিটার হাস, রাশিয়ার আলেক্সান্দার মানতিয়াস্কি, জাপানের ইটো নাওকি, অস্ট্রেলিয়ার জেরেমি ব্রুয়ার, তুরষ্কের মোস্তফা ওসমান তুরান, জার্মানের আসিম ট্রোস্টার, সুইজারল্যান্ডের নাঠাইলে শোয়ার্ড সহ মরক্কো ও ইউরোপিয়ান ইউনিইয়নের কয়েকজন কুটনীতিক উপস্থিত ছিলেন।

গণমাধ্যমে পাওয়া ছবির সাথে উপরোল্লিখিত কুটনীতিকদের ছবি মেলানোর চেষ্টা করলে একটি ছবিতেই কমপক্ষে দুইজন কুটনীতিকদের পরিচয় পাওয়া যায়।

এই ছবিতে যথাক্রমে জাপানের মুখপাত্র ইটো নাওকি এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুয়ারকে দেখতে পাওয়া যাচ্ছে।


 

এছাড়াও চ্যানেল ২৪ এর ভিডিও প্রতিবেদনে পরিষ্কারভাবেই যুক্তরাষ্ট্রের মুখপাত্র পিটার হাস’কে দেখতে পাওয়া যায়।


সুতরাং, বিষয়টি পরিষ্কার যে সেদিন ইফতার আয়োজনে বিদেশী কুটনীতিকরা অংশগ্রহণ করেছিলেন। এ বিষয়ে প্রথম সারির গণমাধ্যমের তথ্য ও ছবি বিশ্লেষণ করে এর সত্যতা পাওয়া গিয়েছে। তাই সেখানে কূটনীতিকদের অংশ না নেয়ার তথ্যটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.