অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব  

60
অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব  
অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব  

Published on: [post_published]

সম্প্রতি এই মর্মে একটি সংবাদ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যে, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন মারা গেছেন। অনুসন্ধানে দেখা যায়, এই দাবিটি ভিত্তিহীন। জাতীয় সংবাদ মাধ্যমে তাঁর মৃত্যু সম্পর্কিত কোনো সংবাদ প্রকাশিত হয়নি। এছাড়া ৮ ঘণ্টা আগে ইলিয়াস কাঞ্চন University of Winnipeg এ  নিজ ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসেছিলেন। সঙ্গত কারণে এমন সংবাদগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করেছে।  

 ছড়িয়ে পড়া এমন  কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।  

 ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: 

 চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন মারা গেছেন কিনা জানতে মূলধারার সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করা হয়সেখানে এমন কোনো সংবাদ প্রকাশিত হতে দেখা যায়নিঅথচ মিডিয়া অঙ্গনে পরিচিত কোনো মুখ মারা গেলে সংবাদ মাধ্যমে তা অনেক ফলাও করে প্রকাশ করা কথাপরবর্তীতে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে ইলিয়াস কাঞ্চনের ভ্যারিফাইড ফেসবুক পেজে খোঁজ নেয়া হয়সেখানে দেখা যায়, মাত্র ঘণ্টা আগে তিনি ফেসবুকে লাইভে এসেছিলেন। অথচ তাঁর মৃত্যুর সংবাদ ফেসবুকে প্রচার হয়ে আসছে কমপক্ষে ৯ ফেব্রুয়ারি থেকেসুতরাং এটি নিশ্চিতভাবেই ভিত্তিহীন

বলাবাহুল্য, এই সংবাদের মূল টেক্সটে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য নেইশুধু একটা ক্লিকবেইট শিরোনাম ব্যবহার করা হয়েছে 

 সঙ্গত কারণেই সকল শিরোনামগুলোকে ফ্যাক্টওয়াচমিথ্যাসাব্যস্ত করেছে।  

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.