সম্প্রতি এই মর্মে একটি সংবাদ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যে, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন মারা গেছেন। অনুসন্ধানে দেখা যায়, এই দাবিটি ভিত্তিহীন। জাতীয় সংবাদ মাধ্যমে তাঁর মৃত্যু সম্পর্কিত কোনো সংবাদ প্রকাশিত হয়নি। এছাড়া ৮ ঘণ্টা আগে ইলিয়াস কাঞ্চন University of Winnipeg এ নিজ ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসেছিলেন। সঙ্গত কারণে এমন সংবাদগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করেছে।