পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এর গুলিবিদ্ধ হওয়ার খবরের সাথে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ছবিতে কালো আলখাল্লা পরে ইমরান খানকে একটি স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। অনেকে এই ছবিকে সম্প্রতি আহত ইমরান খান এর ছবি ভাবলেও অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি ২০১৪ সালের একটি পুরনো ছবি। পুরনো ছবিকে ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করায় ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোতে ব্যবহৃত ছবিটিকে বিভ্রান্তিকর সাব্যস্ত করছে।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যাচ্ছে, ইমরান খান তার ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে ২০১৪ সালের ১৭ই আগস্ট এই ছবিটি পোস্ট করেছিলেন। ছবির ক্যাপশন ছিল- Night at Dharna (ধর্ণায় রাত যাপন)
উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ই আগস্ট থেকে ১৭ই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে ইমরান খান এর দল তেহরিক ই ইনসাফ এর নেতৃত্বে লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত একটি লং মার্চ অনুষ্ঠিত হয়েছিল। এটি ২০১৪ আজাদি মার্চ নামে পরিচিত । আলোচ্য ছবিটি সেই সময়কারই কোনো রাতের ছবি।
সম্প্রতি ইমরান খানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সাথে এই ছবির কোনো সম্পর্ক নেই।
তবে, Dawn এর এই প্রতিবেদনে প্রকাশিত ছবি থেকে দেখা যাচ্ছে , ইমরান খান গতকাল সমাবেশেও কালো রঙের পোষাক পরিধান করেছিলেন। একই রঙের পোষাক পরে তার স্ট্রেচারে শায়িত ছবিটি পাঠকদেরকে বিভ্রান্ত করতে পারে।
এই ছবিটার ব্যাপারে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেকিং সংস্থা এবং সংবাদমাধ্যম ফ্যাক্টচেকিং প্রতিবেদন প্রকাশ করেছে। যেমন – নিউজচেকার , বুম লাইভ , ফ্যাক্টলি , দ্য কুইন্ট ।
পাকিস্তানের ডন এর বরাত দিয়ে বাংলাদেশের প্রথম আলোও এই সংবাদটি প্রকাশ করেছে।
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ পুরনো ছবি সম্বলিত এ সকল ফেসবুক পোস্টকে বিভ্রান্তিকর সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?