মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর শপথ গ্রহণ অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যোগ দিয়েছেন- এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, তারা কেউই উক্ত শপথ অনুষ্ঠানে যোগ দেননি। এ সংক্রান্ত পোস্টগুলো সংগত কারনে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
অনুসন্ধান
গত ২০ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন- এমন দাবিযুক্ত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে,এখানে।
এসব পোস্টে যমুনা টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড ব্যবহার করতে দেখা যাচ্ছে ,যেখানে তারিখ হিসেবে ’২০ জানুয়ারি,২০২৫’ প্রদর্শিত হচ্ছে । তবে যমুনা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে ২০ জানুয়ারিতে এমন কোনো ফটোকার্ড আপলোড হতে দেখা যায়নি।
তদুপরি এখানে শেখ হাসিনা এবং ডোনাল্ড ট্রাম্পের ব্যবহৃত ছবিটি কমপক্ষে ৭ বছর পূর্বের ভিন্ন একটি ঘটনার ছবি। ডিএমপি নিউজ এ ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত নিউইয়র্কে ট্রাম্পের অভ্যর্থনায় প্রধানমন্ত্রী শীর্ষক সংবাদ থেকে জানা যাচ্ছে, জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দেয়া বিশ্বনেতারা ডোনাল্ড ট্রাম্পের দেওয়া একটি অভ্যর্থনায় অংশগ্রহণ করেছিলেন। এই ছবিটি সেই অনুষ্ঠানের।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যোগ দিয়েছেন- এমন দাবিযুক্ত কয়েকটি পোস্ট দেখুন এখানে,এখানে,এখানে,এখানে,এখানে।
এসব পোস্টে যমুনা টিভির ব্যবহৃত ফটোকার্ড এর ফরম্যাট ব্যবহার করা হয়েছে। তবে যমুনা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ২১শে জানুয়ারি প্রকাশিত একটি পোস্টে জানানো হয়েছে যে যমুনা টিভি এমন সংবাদ প্রচার করেনি।
এখানে ব্যবহৃত ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা গেল, ৮ বছর পূর্বে, অর্থাৎ ট্রাম্পের প্রথম মেয়াদের শপথ গ্রহণের সময় ২০১৭ সালের ২০শে জানুয়ারি মূল ছবিটি তোলা হয়েছিল । এই ছবিতেই তারেক রহমান এবং উপদেষ্টা আসিফ নজরুলের ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে ভুল দাবিতে ছড়ানো হচ্ছে।
সার্বিক বিবেচনায় ,ফেসবুকে ছড়িয়ে পড়া ভুল দাবিযুক্ত এ সকল পোস্টকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এর অংশগ্রহণের কথা ছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছিল।
No Factcheck schema data available.
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh