ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার দাবিতে পাকিস্তানের পুরোনো ভিডিও প্রচার

58
ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার দাবিতে পাকিস্তানের পুরোনো ভিডিও প্রচার
ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার দাবিতে পাকিস্তানের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি ফেসবুকে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি পাকিস্তানে বিধ্বস্ত হওয়া ভারতীয় বিমান। অনেকেই এটিকে সাম্প্রতিক ভারতীয় হামলার বিপরীতে পাকিস্তানের জবাব হিসেবে ব্যাখ্যা করছেন। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি ২০২৫ সালের ১৫ এপ্রিলের। এছাড়া ভিডিওতে দেখানো বিমানটি ভারতের নয় বরং পাকিস্তানের। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছিলো, এটি তার ভিডিও। 

ফেসবুকে ছড়িয়ে পরা ভাইরাল ভিডিওগুলো দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

অনুসন্ধান

প্রথমত, বিভিন্ন কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করা হয়। অনুসন্ধানে পাকিস্তানের সংবাদমাধ্যম “ডন (Dawn)” এবং ভারতের “ডেকান হেরাল্ড (Deccan Herald)” এ ২০২৫ সালের ১৫ এপ্রিল প্রকাশিত দুইটি রিপোর্ট পাওয়া যায়। সেখানে এই বিমান দুর্ঘটনার কথা জানা যায়। বলা হয়, পাকিস্তান বিমান বাহিনীর একটি ‘Mirage V ROSE’ যুদ্ধবিমান রুটিন প্রশিক্ষণে অংশ নেওয়ার সময় পাঞ্জাব প্রদেশের ভেহারি জেলার কাছে যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়ে। 

এই দুর্ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমানটির দুই পাইলট সফলভাবে ইজেক্ট করেন এবং হালকা আঘাত পান। কোনো মৃত্যু কিংবা কোনো ঘরবাড়ির ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এছাড়া ভাইরাল ভিডিওটিও ‘পাকিস্তান অবজার্ভার’ নামে পাকিস্তানের একটি গণমাধ্যমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।

সার্বিক বিবেচনায় দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওটি সম্প্রতি ভারত পাকিস্তানের সংঘর্ষের নয় বা কোন ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার নয়। এটি পুরনো ভিডিও এবং পাকিস্তানের বিমান দূর্ঘটনার দৃশ্য। ফলে ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।

No Factcheck schema data available.

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh