“পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ক্ষতিগ্রস্ত ভারতীয় একটি যুদ্ধবিমান হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হচ্ছে” - এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, প্রকৃতপক্ষে একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছিলো আরোও চারদিন আগে। এছাড়া অনুসন্ধানে দেখা যাচ্ছে ভিডিওটি এআই দিয়ে তৈরি। অর্থাৎ, ভারত-পাকিস্তানের সংঘর্ষের সাথে ভাইরাল ভিডিওটির কোনো সম্পর্ক নেই।
প্রথমত, এ রিপোর্ট লেখা পর্যন্ত গণমাধ্যমে অনুসন্ধান করে ভারত বা পাকিস্তানের কোনো ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমানের ছবি এবং ভিডিও খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চে “aiusm6” নামক একটি টিকটক অ্যাকাউন্টে হুবহু এই ভিডিওটি খুঁজে পাওয়া যাচ্ছে। ভিডিওটি পোস্ট করা হয়েছিলো ৩ মে, ২০২৫ সালে। অর্থাৎ, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ৪ দিন আগে।
টিকটকের এ ভিডিওর বিবরণীতে এআই হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। এই অ্যাকাউন্টের অন্য ভিডিওগুলো একই ধরনের এবং সেগুলোতেও এআই হ্যাশট্যাগের ব্যবহার দেখা যাচ্ছে। এর মধ্যে একটি ভিডিওতে এআই ভিডিও জেনারেটর “Pixverse ai”-এর লোগোও দেখা যাচ্ছে। ব্যবহৃত এই লোগোটি ভাইরাল ভিডিওতেও পাওয়া যায় তবে সেটি ঢেকে দেওয়া হয়েছে।
পিক্সভার্সের ভিডিওর ডানপাশে উপরে দুইটি লোগো পরপর আসে। একটিতে তাদের নাম এবং অপরটিতে একটি ক্যামেরার লোগো। লক্ষ্য করলে দেখা যাচ্ছে, ভাইরাল ভিডিওতেও একইভাবে লোগো পরিবর্তন হচ্ছে তবে সেটি ঢেকে দেয়া। তবে ভাইরাল ভিডিওতে দ্বিতীয় লোগোটির কিছু অংশ দেখতে পাওয়া যায়।
এছাড়া ভাইরাল ভিডিওতে যে হেলিকপ্টারটি দেখা যায় তার পিছনের ফ্যানের দিকে লক্ষ্য করলে দেখা যায় খুবই অস্বাভাবিকভাবে সেটি ঘুরছে। এছাড়া হেলিকপ্টার এবং উড়োজাহাজের যে জায়গায় বাঁধা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে সেটিকে যেভাবে তোলা হচ্ছে সেখানে অসামঞ্জস্যতা স্পষ্ট।
এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, দাবিকৃত ভিডিওটি এআই জেনারেটেড এবং সাম্প্রতিক সংঘর্ষের নয়।
তাই উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” হিসেবে চিহিত করছে।
Claim: “পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ক্ষতিগ্রস্ত ভারতীয় একটি যুদ্ধবিমান হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হচ্ছে” - এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh