সম্প্রতি “ইউক্রেন থেকে পালিয়ে আসার জন্য পাকিস্তানী ছাত্রছাত্রীরাও ভারতের পতাকা ধরেছে” লেখা যুক্ত একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে বেশ কয়েকজন তরুণ-তরুণীর হাতে ভারতের পতাকা দেখা যাচ্ছে। এই ছবিটিকে ভাইরাল করে বলা হচ্ছে, পাকিস্তানের শিক্ষার্থীরা সাহায্য পাওয়ার জন্য ভারতের পতাকা হাতে নিয়েছে। ফ্যাক্টওয়াচ খুঁজে পেয়েছে ছবির শিক্ষার্থীরা ভারতেরই। মূল ছবিটি ভারতীয় শিক্ষার্থীদের ইউক্রেন থেকে ভারতে ফিরতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ঢুকবার সময়ে তোলা।
ভাইরাল ছবিটির ভেতরে “ইউক্রেন থেকে পালিয়ে আসার জন্য পাকিস্তানী ছাত্রছাত্রীরাও ভারতের পতাকা ধরেছে” লেখা যুক্ত দাবির প্রেক্ষাপটে ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ টিম। জানা যায়, মূল ছবিটি ভারতীয় শিক্ষার্থীদের ইউক্রেন থেকে ভারতে ফিরতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ঢুকবার সময়ে তোলা। ২৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে হাঙ্গেরির ভারতীয় দূতাবাস একটি টুইটের মাধ্যমে জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ভারতে ফেরার জন্য শিক্ষার্থীদের বুদাপেস্টে নিয়ে যাওয়া হচ্ছে।
“ভারতীয় ছাত্রদের প্রথম ব্যাচ ইউক্রেনের দিক থেকে জাহনি ক্রসিংয়ে হাঙ্গেরিতে প্রবেশ করেছে, আজ এআই ফ্লাইটে ভারতে ফেরার জন্য বুদাপেস্টের দিকে যাত্রা করছে,” ক্যাপশনযুক্ত উক্ত ছবি সহকারে টুইটটি দেখুন এখানে। ফলে, এখানে কোনো পাকিস্তানি শিক্ষার্থী নেই এই মর্মে নিশ্চিত হওয়া যায়।