সিলেটে ত্রাণের ট্রাক দুর্ঘটনার ভুয়া দাবি

9
সিলেটে ত্রাণের ট্রাক দুর্ঘটনার ভুয়া দাবি
সিলেটে ত্রাণের ট্রাক দুর্ঘটনার ভুয়া দাবি

Published on: [post_published]

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, “বন্যার ত্রাণের ট্রাক উল্টে ভয়ঙ্কর খাদে! সিলেটের বন্যায় সাহায্য করতে গিয়ে বিশাল বড় দুর্ঘটনা”। অনুসন্ধান করে দেখা গেছে, ভাইরাল ভিডিওটি সিলেটের নয়। বরং এটি ভারতের নাগাল্যান্ড অঞ্চলের ফেক জেলার, কুটসাপো গ্রামের। ভিন্ন প্রেক্ষাপটের ভিডিও মিথ্যা শিরোনামে প্রচার করার কারণে এসব পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করছে।

উক্ত ক্যাপশনে ফেসবুকে প্রকাশিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে,

বিভ্রান্তিকর মন্তব্যের স্ক্রিনশট দেখুন নিচে-

 

ভিডিওটির সত্যতা জানতে রিভার্স ইমেজ সার্চ করা হলে, ১১ জানুয়ারি ২০২১ তারিখে ভারতের Latestly ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির ক্যাপশন হল “Unity is Strength! Locals in Phek District’s Kutsapo Village Pull Truck from Deep Gorge with Rope, Watch Inspiring Video from Nagaland”। বিস্তারিত অংশে বলা হয়েছে, পাহাড়ের গভীর খাদে আটকে থাকা ট্রাকটি উদ্ধারের মতো কোনো প্রযুক্তি সে অঞ্চলের জনসাধারণের হাতে ছিল না। যে কারণে এক পর্যায়ে গ্রামবাসী ট্রাকটিকে দড়ির সাহায্যে তোলার সিদ্ধান্ত নিয়েছিল, যেটি পরবর্তীতে নেট দুনিয়ায় ভাইরাল হয়।  Latestly ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনটি দেখুন এখানে

প্রতিবেদনটিতে  Naga Hill নামের  টুইটার একাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিও সংযুক্ত করা হয়েছে। উক্ত ভিডিওটি এবং বর্তমানে ভাইরাল “সিলেটে ভয়ংকর ট্রাক দূর্ঘটনা” ক্যাপশনে প্রকাশিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। ভিডিওটি দেখুন  এখানে

অর্থাৎ ভারতের ট্রাক দুর্ঘটনার ভিডিওটিকে এখানে সিলেটের ট্রাক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেয়া হয়েছে। সঙ্গত কারণেই এ সকল ভিত্তিহীন পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.