আমেরিকান দূতাবাসের সামনে জেয়াফত ও জোড়া গরু জবাই কর্মসূচি দেয়নি ইনকিলাব মঞ্চ

24
আমেরিকান দূতাবাসের সামনে জেয়াফত ও জোড়া গরু জবাই কর্মসূচি দেয়নি ইনকিলাব মঞ্চ
আমেরিকান দূতাবাসের সামনে জেয়াফত ও জোড়া গরু জবাই কর্মসূচি দেয়নি ইনকিলাব মঞ্চ

সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের নামে ফেসবুকে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে ইসরায়েলি ও মার্কিন আগ্রাসন প্রতিরোধে আমেরিকান দূতাবাসের সামনে আজ ৭ এপ্রিল ২০২৫ বিকাল ৪ টায় জেয়াফত ও জোড়া গরু জবাই কর্মসূচি দিয়েছে ইনকিলাব মঞ্চ। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, সাংস্কৃতিক সংগঠনটির পক্ষ থেকে এমন কোনো আয়োজন করা হয়নি। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ এবং এর মুখপাত্র শরিফ ওসমান হাদির তরফ থেকে এ ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। সুতরাং, ফ্যাক্টওয়াচের বিবেচনায় এই ফটোকার্ডগুলো মিথ্যা। 

গুজবের উৎসঃ এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালিত হচ্ছে। গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মিছিল বের করা হয়। কিন্তু ইনকিলাব মঞ্চ ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে আজ ৭ এপ্রিল বিকাল ৪ টায় আমেরিকান দূতাবাসের সামনে জেয়াফত ও জোড়া গরু জবাই কর্মসূচি দিয়েছে কি না এ ব্যাপারে জানার জন্য সংগঠনটির ফেসবুক পেজে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ টিম। সেখানে উল্লেখ করা হয় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এমন কোনো আয়োজন করা হয়নি। 

পাশাপাশি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি তার ফেসবুক প্রোফাইল থেকেও জানিয়েছেন যে, ইনকিলাব মঞ্চের নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া। 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোষ্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।

Claim:
ইসরায়েলি ও মার্কিন আগ্রাসন প্রতিরোধে আমেরিকান দূতাবাসের সামনে আজ ৭ এপ্রিল ২০২৫ বিকাল ৪ টায় জেয়াফত ও জোড়া গরু জবাই কর্মসূচি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh