অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করেনি আওয়ামী লীগ

307
অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করেনি আওয়ামী লীগ
অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করেনি আওয়ামী লীগ

জহিরুল ইসলাম

Published on: [post_published]

৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরে উদ্ভূত পরিস্থিতে আওয়ামী লীগের একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে এবং সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে এই কমিটির আহবায়ক করা হয়েছে- এমন একটি একগুজব ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেকে নবনির্বাচিত আহবায়ককে অভিনন্দন জানাচ্ছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, নতুন কমিটি গঠনের এই সংবাদ সঠিক নয়। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নতুন কমিটির খবরকে গুজব হিসেবে নিশ্চিত করা হয়েছে।

অনুসন্ধান

৩১শে আগস্ট থেকে অনেক ফেসবুক ব্যবহারকারী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করছেন। যেমন মোহাম্মদ নূর নবী এই পোস্টে লিখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হতে যাচ্ছেন বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান, এবং  বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন নারায়ণগঞ্জ পৌরসভা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কা প্রতীক নিয়ে বিপুল ভোটে নব নির্বাচিত মেয়র জনাবা – আইভি রহমান

এরকম আরো কিছু পোস্ট দেখতে পাবেন এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে

কিছু ক্ষেত্রে যমুনা টেলিভিশনের ভুয়া ফটোকার্ড ব্যবহার করেও আব্দুল হামিদকে অভিনন্দন জানানো হচ্ছে। যেমন দেখুন এখানে, এখানে,এখানে,এখানে

আব্দুল হামিদ এর ছবিকে প্রফাইল পিকচার হিসেবে ব্যবহার করে ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ নামক একটি ফেসবুক আইডিও এই সময়ে সক্রিয় হতে দেখা গিয়েছে।

১ সেপ্টেম্বর সকাল ১১টা ২৭ মিনিটে যমুনা টিভির ভেরিফাইড পেজ থেকে প্রকাশিত একটি পোস্টে জানানো হয়েছে যে আব্দুল হামিদকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অভিনন্দন জানানো পোস্টটি যমুনা টিভির নয়।

অন্যদিকে,৬ই সেপ্টেম্বর তারিখে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই বিজ্ঞপ্তির শিরোনাম ছিল- বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন। এই প্রেস বিজ্ঞপ্তিতে মো আব্দুল হামিদকে আহবায়ক এবং সেলিনা হায়াত আইভীকে সদস্য সচিব হিসেবে উল্লেখ করে বলা হয়- পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের এই অন্তর্বর্তীকালীন কমিটি কার্যকর থাকবে।

এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে,এখানে,এখানে,এখানে,এখানে, এখানে, এখানে

বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে গত ২৫শে আগস্ট তারিখে আওয়ামী লীগ সভাপতি ‘মাদার অফ হিউম্যানিটি’ দেশরত্ন শেখ হাসিনার বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় বিপন্ন মানুষের পাশে দাড়ানোর আহ্বান শিরোনামে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই প্রেস বিজ্ঞপ্তিতেও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর ছিল। দুইটা প্রেস বিজ্ঞপ্তির প্রথম অংশের মধ্যেও সাদৃশ্য লক্ষণীয়। অর্থাৎ, ২৫শে আগস্টের প্রেস বিজ্ঞপ্তিটাই এডিট করে ৬ই আগস্টের প্রেস বিজ্ঞপ্তি তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

এছাড়া, আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে ৬ই আগস্ট রাত ১০টা ২৭ মিনিটে প্রকাশিত একটি পোস্টে অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের খবরটিকে গুজব হিসেবে উল্লেখ করা হয়।

সঙ্গত কারণে ফেসবুকে ছড়িয়ে পড়া এমন দাবিযুক্ত পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ হিসেবে সাব্যস্ত করছে।

প্রসঙ্গত উল্লেখ্য,২৪শে ডিসেম্বর ২০২২ তারিখে আওয়ামী লীগের সর্বশেষ (২২তম) কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। এই কাউন্সিলে সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরকে রেখে ৮১ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি বিলুপ্ত করার কোনো ঘোষণা এখনো পর্যন্ত কোনো সংবাদমাধ্যমে বা আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে আসেনি।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.