প্রতিদিন ৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধ থাকবে এমন একটি খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে যা বিভ্রান্ত করছে অনেক ফেসবুক ব্যবহারকারীকে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায় যে খবরটি সম্পূর্ণ মিথ্যা।
গুজবেরউৎস
গত ১৬ অক্টোবর শনিবার থেকে “ব্রেকিং নিউজ : ১৮ তারিখ থেকে প্রতিদিন ৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধ থাকবে” এমন শিরোনামে গুজবটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে শুরু করে। এ সংক্রান্ত বিভিন্ন স্ট্যাটাস, পোস্টার এবং মিম লোকজন শেয়ার করছেন। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে ।
ফ্যাক্টওয়াচঅনুসন্ধান
একবছর আগে ২০২০ সালের ১২ অক্টোবর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তাদের নির্দিষ্ট কিছু দাবি আদায় না হলে ঐ বছরের ১৮ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে ইন্টারনেট ও কেবল টিভি সেবা বন্ধের হুমকি দেয়।
তবে এই হুমকি কখনোই কার্যকর করা হয়নি। ১৭ অক্টোবর, ২০২০ তারিখে তারা আন্দোলন কর্মসূচী প্রত্যাহার করে। ফলে ৩ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ হয়নি। এ বিষয়ে একুশে টিভি , বাংলা ট্রিবিউন , সময়ের কণ্ঠস্বর , যুগান্তর সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।
এ বছর, ২০২১ সালে আইএসপিএবি বা অন্য কোনো সংগঠন নতুন করে ইন্টারনেট পরিসেবা বন্ধ করার কোনো কর্মসূচি দেয়নি।
গুজব এর প্রতিক্রিয়া
ISP Association of Bangladesh নামের একটি আনভেরিফাইড ফেসবুক পেজ থেকে গত ১৬ই অক্টোবর রাত ১১টা ১৫ মিনিটে নিচের এই প্রেস রিলিজটি আপলোড করা হয়। এখানে বলা হয় গত বছর আইএসপিএবি দাবি আদায় কর্মসূচীর অংশ হিসেবে দিনে ৩ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধের ঘোষণা দিয়েছিল। পরে উক্ত কর্মসূচি প্রত্যাহার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত পোস্ট পড়ে বিভ্রান্ত না হতে এবং শেয়ার না করতেও অনুরোধ জানানো হয়।
ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত
২০২১ এর ১৮ই অক্টোবর থেকে আংশিক কিংবা পূর্ণাঙ্গ কোনোভাবেই ইন্টারনেট বন্ধ থাকবে না । ফ্যাক্টওয়াচ এই গুজবকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?