ইরানের যুদ্ধবিমান বোমা হামলা করেছে ভারতে?

9
ইরানের যুদ্ধবিমান বোমা হামলা করেছে ভারতে? ইরানের যুদ্ধবিমান বোমা হামলা করেছে ভারতে?

Published on: [post_published]

সম্প্রতি “ভারতের আকাশে ইরানের যুদ্ধবিমান বোমা হামলা” — এই শিরোনামে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে বলা হয়েছে, ভারতের মাটিতে ইরান বোমা হামলা চালিয়েছে, যে কারণে নরেন্দ্র মোদী সরকার দিশেহারা হয়ে পড়েছে। তবে সাম্প্রতিক সময়ের বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা গেছে, ভারতের মাটিতে ইরান কোনো বোমা হামলা চালায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ভাইরাল ভিডিওটির সত্যতা জানতে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চে বাংলা ট্রিবিউন পত্রিকা  থেকে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইরানের একটি যাত্রীবাহী বিমান চীনের দিকে যাচ্ছিলো।  যাত্রাপথে বিমানটি ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে এবং জরুরি অবতরণের অনুমতি চায়। তবে তাৎক্ষণিকভাবে ইরানের বিমানটিকে ভারতীয় বিমান বাহিনীর সদস্যরা অনুসরণ করে। কিন্তু বিমানটির পাইলটকে জরুরি অবতরণের অনুমতি দেয়া হয়নি। পরবর্তীতে ইরানের বিমানটি বাংলাদেশ ও মিয়ানমার পেরিয়ে চীনের আকাশ সীমায় চলে যায়।

এ বিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলা পত্রিকা থেকে প্রকাশিত অন্য একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, লাহোর থেকে একটি ফোন কলে জানানো হয়, ইরানের বিমানটিতে বোমা আতঙ্ক রয়েছে। যে কারণে তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধ বিমান সুখোই ৩০ এমকে আই নিয়ে ইরানের বিমানটিকে দূর থেকে পর্যবেক্ষণ করা হয়। অপরদিকে ইরানের বিমানটির পাইলট দিল্লি কর্তৃপক্ষের কাছে জরুরি অবতরণের অনুমতি চায়। তবে শেষ পর্যন্ত বিমানটি ভারতের আকাশসীমা থেকে চলে যায়।

প্রসঙ্গত, এই ঘটনাটিকে কেন্দ্র করে “ভারতের আকাশে ইরানের যুদ্ধবিমান” শিরোনামে ভিডিও তৈরি করা হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে যে, ভারতের মাটিতে ইরান বোমা হামলা চালিয়েছে। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এ বিষয়টি পরিষ্কার জানা গেছে, ভারতের আকাশে ইরানের যুদ্ধ বিমান ও বোমা হামলার কোনো ঘটনা ঘটেনি।

সঙ্গত কারণে এসকল ভিডিওগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.