বিএনপি নেতা ইশরাক হোসেনের কারামুক্তির তথ্যটি ভূয়া

15
বিএনপি নেতা ইশরাক হোসেনের কারামুক্তির তথ্যটি ভূয়া
বিএনপি নেতা ইশরাক হোসেনের কারামুক্তির তথ্যটি ভূয়া

Published on: [post_published]

১০ এপ্রিল ২০২২ তারিখে ফেসবুকে “আলহামদুলিল্লাহ জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাই কারাগার থেকে মুক্তি পেয়েছেন।“ ক্যাপশনে একটি ফেসবুক পোস্ট শেয়ার হয়েছে। মূলত এটি একটি ভূয়া খবর। ৬ এপ্রিল ২০২২ (বুধবার) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে লিফলেট বিতরণের সময় মতিঝিল থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেদিনই তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ। তার জামিন আবেদনের শুনানি আগামী ১১ মে ২০২২ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি ফেসবুকে শেয়ার হওয়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখান, এখানে, এবং এখানে।

বেশ কয়েকটি ভাইরাল পোস্টে ইশরাক হোসেনের যে ছবিটি ভাইরাল হয়েছে, গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা যায়, ছবিটি পুরনো। ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ঢাকা ট্রিবিউন থেকে প্রকাশিত একটি সংবাদে উক্ত ছবিটি ব্যবহৃত হয়েছে।

সংবাদ সূত্রে জানা যায়, ৬ এপ্রিল ২০২২ (বুধবার) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে লিফলেট বিতরণের সময় মতিঝিল থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইশরাকের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এদিকে গ্রেপ্তারের পরে তাকে আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ। তার জামিন আবেদনের শুনানি আগামী ১১ মে ২০২২ নির্ধারণ করা হয়েছে। ইশরাকের আইনজীবী নুরুজ্জামান তপন সূত্রে জানা যায়, পরবর্তীতে ১০ এপ্রিল (রোববার) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের কাছে জামিন চাওয়া হলে তিনি শুনানি জন্য আগামী ১১ মে ২০২২ নির্ধারণ করেন। অর্থাৎ, এখনও বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন হয় নি।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.