সম্প্রতি ফেসবুকে কিছু ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি শুয়ে আছেন এবং তাকে ঘিরে কিছু ব্যক্তি নাচ গান করছেন। দাবি করা হচ্ছে, বাংলাদেশে একটি মেয়েকে গণধর্ষণ করার পর অচেতন অবস্থায় হিন্দু সংগঠন ‘ইসকন’-এর লোকজন আনন্দ করছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে পাওয়া যায়, ভিডিওটি ভারতের বেঙ্গালুরুতে একজন কনটেন্ট ক্রিয়েটরের স্ক্রিপ্টেড অভিনয়ের দৃশ্য। এছাড়া শুয়ে থাকা ব্যক্তিটি আসলে একজন ছেলে।
দাবিকৃত ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুরুষ একজনকে ঘিরে নাচ–গান ও আনন্দ করছেন। মাঝে শুয়ে থাকা নীল জামার ব্যক্তিটি তাতে কোনো সাড়া দিচ্ছেন না। ভিডিওটিতে ইনস্টাগ্রামের একটি জলছাপ দেখা যায়। জলছাপ ‘ajayshing0021’ নামটি ইনস্টাগ্রামে খুঁজলে একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের প্রোফাইল পাওয়া যায়। প্রোফাইলটিতে তিনি ২০২৫ সালের ২৫ আগস্ট একটি ছোট ভিডিও বা রিল পোস্ট করেন। পোস্টকৃত ভিডিওটির সঙ্গে দাবিকৃত ভিডিওটির মিল পাওয়া যায়। পোস্টে ‘ray______ji_deepak__’ এবং ‘bhavish___kumar___ray’ নামে আরও দুইজন ব্যক্তি যুক্ত আছেন। সেখানে ‘ray______ji_deepak__’ নামের ব্যক্তিটির চেহারার সঙ্গে ভিডিওর শুয়ে থাকা ব্যক্তির চেহারার মিল দেখা যায়।
ভিডিওটি পর্যালোচনা করলে দেখা যায়, ভিডিওটির নিচের দিকে ফোন ও স্থানের তথ্য দেওয়া রয়েছে। তথ্য অনুযায়ী, ভিডিওটি ‘Realme C75 5G’ ফোনের মাধ্যমে ভারতের বেঙ্গালুরু থেকে ২০২৫ সালের ১০ আগস্ট রাত ৯টা ২৪ মিনিটে ধারণ করা হয়েছে।
একই ইনস্টাগ্রাম প্রোফাইল পর্যালোচনা করলে দেখা যায়, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর ‘ray______ji_deepak__’ ভিডিওটির স্ক্রিনশটসহ নিজের ও ভিডিওতে থাকা অন্যান্য ব্যক্তিদের ছবিযুক্ত একটি তথ্যবহুল ভিডিও পোস্ট করেন। যার ক্যাপশনের বাংলা অনুবাদ হচ্ছে: “মেয়েদের মতো দেখতে হলেই কেউ মেয়ে হয়ে যায় না। ভিডিও এবং ছবিটি ভালোভাবে দেখে নাও, ঠিক আছে ভাই ও বোনেরা।”
ইসকন সদস্য কর্তৃক গণধর্ষণ দাবিতে ভারতের অভিনয়ের ভিডিও প্রচার
অর্থাৎ, তাদের তৈরি করা রিলটিকে মানুষ ভুলভাবে উপস্থাপন করেছে। ‘ray______ji_deepak__’ নামের ব্যক্তি তার পোস্টে উল্লেখ করেছেন যে, অনেকেই ভিডিওর ব্যক্তিকে ভুল করে মেয়ে ভেবেছিল, এবং তিনি সেই ভুল ধারণা সংশোধনের চেষ্টা করছেন।
এই সকল বিষয়বস্তু বিশ্লেষণ করলে দেখা যায়, দাবিকৃত ভিডিওটি আসলে একটি অভিনয়ের দৃশ্য, যা ভারতের বেঙ্গালুরু থেকে ২৫ আগস্ট ইনস্টাগ্রামে পোস্ট করা হয়। ভিডিওতে শুয়ে থাকা ব্যক্তিটি একজন ছেলে, এবং তিনি ও তার বন্ধুরা বিনোদনের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করেন। এটি ইসকন সদস্য কর্তৃক গণধর্ষণের কোনো ঘটনা নয়।
অতএব, বাংলাদেশে ইসকন সদস্য কর্তৃক বা হিন্দু ব্যক্তিদের দ্বারা গণধর্ষণের শিকার একজন নারী দাবিতে প্রচারিত ভিডিওগুলো ‘মিথ্যা’।
Claim: সম্প্রতি ফেসবুকে কিছু ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি শুয়ে আছেন এবং তাকে ঘিরে কিছু ব্যক্তি নাচ গান করছেন। দাবি করা হচ্ছে, বাংলাদেশে একটি মেয়েকে গণধর্ষণ করার পর অচেতন অবস্থায় হিন্দু সংগঠন ‘ইসকন’-এর লোকজন আনন্দ করছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh