সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে যে, মার্কিন কংগ্রেস ইসলামকে মহান ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে, ইসলামকে মহান ধর্ম হিসেবে স্বীকৃতি দিতে গত ২৮ জুলাই ২০২৩ এ ১১৮ তম কংগ্রেসের প্রথম অধিবেশনে একটি প্রস্তাব (Resolution) উত্থাপন করা হয়েছিলো এবং পরবর্তী সিদ্ধান্ত নিতে উক্ত প্রস্তাবটি হাউজ কমিটি অন ফরেইন অ্যাফেয়ার্স (House Committee on Foreign Affairs) এর কাছে পাঠানো হয়েছে। কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত ট্র্যাকার থেকে উক্ত প্রস্তাবটি পাশ হওয়ার কোন তথ্য পাওয়া যায়নি। এর অর্থ, প্রস্তাবটি এখনো পাশ হয় নি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।
সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিটির যথাযথতা যাচাই করতে আমরা মার্কিন কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করি এবং ১১৮ তম কংগ্রেসের চেম্বার অব হাউজে (Chamber of House) উত্থাপিত প্রস্তাবগুলোর মাঝে H.Res.635 – Original Resolution Recognizing Islam as One of the Great Religions of the World – শিরোনামের একটি House Resolution বা প্রস্তাব খুঁজে পাই। উক্ত প্রস্তাবটিতে দেখা গেছে, গত ২৮ জুলাই ২০২৩ এ কংগ্রেসে ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি (Representative) আল গ্রিন (Al Green) ইসলামকে মহান ধর্ম হিসেবে স্বীকৃতি দিতে একটি প্রস্তাব উত্থাপন করেন। উক্ত প্রস্তাবটিতে পবিত্র কোরআনকে ইসলামের প্রাথমিক ধর্মগ্রন্থ ও মুসলিমদের ঐশ্বরিক নির্দেশিকা বলে পরিচয় দেয়া হয়েছে এবং নবী মুহাম্মদ (সা:) এর মুখনিঃসৃত বাণীকে (যা হাদিস নামে পরিচিত) মুসলিমদের জীবনযাপনের পন্থা হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবটিতে আরও বলা হয়েছে, ইসলাম হচ্ছে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল ধর্ম এবং পৃথিবী জুড়ে প্রায় ২০০ কোটি মুসলিম বাস করছেন। সব শেষে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মানুষদের সাথে একাত্মতা প্রকাশে এবং তাদেরকে সহযোগিতার স্বার্থে এই প্রস্তাবটি রাখা হয় যে, মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস (House of Representatives) যেন ইসলামকে পৃথিবীর মহান ধর্ম হিসেবে স্বীকৃতি দেয়।
Image: The resolution made by the Representative Al Green
পরবর্তীতে সামাজিক মাধ্যমে উদ্ভূত দাবিটির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গেছে যে, ইসলামকে মহান ধর্ম হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাবটি কেবল কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এ উত্থাপিত হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তাবটিকে হাউজ কমিটি অন ফরেইন অ্যাফায়র্স এর কাছে অর্পন করা হয়েছে। কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট হতে প্রাপ্ত একটি ট্র্যাকার থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে আল গ্রিন কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হাইজ অব রিপ্রেজেন্টেটিভস–এ অনুমোদনের অপেক্ষায় আছে। উল্লেখ্য, House Resolution বা H.Res কে Simple Resolution বা সাধারণ প্রস্তাব নামে অভিহিত করা হয়। মূলত, এধরণের সাধারণ প্রস্তাবগুলো যেখানে উত্থাপন করা হয় সেখানকার সদস্যরাই উক্ত প্রস্তাবগুলো বিবেচনা করে দেখেন। সাধারণ প্রস্তাবগুলো কখনও রাষ্ট্রপতির (President) কাছে উপস্থাপিত হয় না। সুতরাং, ইসলামকে মহান ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়ার সাধারণ প্রস্তাবটি (Number: H.Res.635, 118th Congress) যেহেতু হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এ উত্থাপন করা হয়েছিলো সেহেতু, প্রস্তাবটি পাশ হবে কিনা সেটা ঐখানেই সিদ্ধান্ত নেয়া হবে।
Image: The tracker on the official website of Congress
তাছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে প্রকাশিত সংবাদগুলোতে মার্কিন কংগ্রেস কর্তৃক ইসলামকে মহান ধর্ম হিসেব স্বীকৃতি দেয়ার কোন তথ্য পাওয়া যায়নি। বরং, এই তথ্যটিই সবখানে পাওয়া গেছে যে, ইসলামকে মহান ধর্ম হিসেবে স্বীকৃতি দিতে কংগ্রেসকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। সংবাদগুলো পড়ে দেখুন এখানে, এখানে, এবং এখানে।
Image: Excerpt from an article published by DAWN
অতএব, বিষয়টি স্পষ্ট যে, মার্কিন কংগ্রেস ইসলামকে মহান ধর্ম হিসেবে এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। বরং, কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস–এ ইসলামকে মহান ধর্ম হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবটি এখনও অনুমোদনের অপেক্ষায় আছে।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিটিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।