ইসলাম গ্রহণকারী সঙ্গীতশিল্পী ক্যাট স্টিভেন্সকে হিন্দু ধর্মগুরু বলে প্রচার

20
ইসলাম গ্রহণকারী সঙ্গীতশিল্পী ক্যাট স্টিভেন্সকে হিন্দু ধর্মগুরু বলে প্রচার ইসলাম গ্রহণকারী সঙ্গীতশিল্পী ক্যাট স্টিভেন্সকে হিন্দু ধর্মগুরু বলে প্রচার

Published on: [post_published]

দাবি করা হচ্ছে এটি  ভারতীয় হিন্দু ধর্মগুরু ড. শিবশক্তির ছবি, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামুল হক নাম ধারণ করেন। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এটি ব্রিটিশ পপ সঙ্গীত শিল্পী ক্যাট স্টিভেন্সের ছবি, যিনি এক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নতুন নাম নেন ইউসুফ ইসলাম। এ কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

 ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:  

ফেসবুকে শেয়ার হওয়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে এবিসি নিউজের ওয়েবসাইটে ২০২০ সালে প্রকাশিত ব্রিটিশ পপ সঙ্গীত শিল্পী ক্যাট স্টিভেন্সের ব্যাপারে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনে ক্যাট স্টিভেন্সের একটি ছবি খুঁজে পাওয়া যায়, যেই ছবির সাথে আলোচিত ছবিটির হুবহু মিল  পাওয়া যায়। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, ক্যাট স্টিভেন্স অনেক গান লিখেছেন এবং গেয়েছেন। তাকে ব্রিটেনের বিখ্যাত মুসলিম ধর্মান্তরিত ব্যাক্তিত্ব হিসাবে বর্ণনা করা হয়। এছাড়াও ক্যাট স্টিভেন্সের ব্যাপারে আরো একটি প্রতিবেদন পাওয়া যায়, যার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, ফেসবুকে শেয়ার হওয়া ছবিটি ক্যাট স্টিভেন্সের। প্রতিবেদনটি দেখুন এখানে

ক্যাট স্টিভেন্স ১৯৪৮ সালের ২১ জুলাই লন্ডনে এক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম স্টিফেন ডিমেট্রি জর্জিও। তবে ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে গানের মঞ্চে তিনি ক্যাট স্টিভেন্স নামেই পরিচিত ছিল। তিনি একের পর এক অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছিলেন। তার জনপ্রিয় গান গুলোর মধ্যে অন্যতম ছিল ফাদার অ্যান্ড সন, ওয়াইল্ড ওয়ার্ল্ড, মুনশ্যাডো, পিস ট্রেন এবং মর্নিং হ্যাজ ব্রোকেন ইত্যাদি।

১৯৬৯ সালে যক্ষ্মা রোগ এবং ১৯৭৬ সালে ক্যালিফোর্নিয়ার সমুদ্রে গিয়ে মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে বেঁচে ফেরার পরে তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। টিআরটি ওয়ার্ল্ডে তার এক সাক্ষাৎকার থেকে জানা যায়, তিনি যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখন তার আধ্যাত্মিকতা এবং জীবন নিয়ে কিছু অনুধাবন তৈরি হয়, এ ব্যাপারে আরও জানতে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থের শরণাপন্ন হন। অবশেষে কুরআনের মাধ্যমে তিনি জানতে সফল হন এবং এই জ্ঞান বাস্তব জীবনে প্রতিফলন করার জন্য ১৯৭৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন।  ধর্ম পরিবর্তন করার পর ক্যাট স্টিভেন্সের নতুন নাম হয় ইউসুফ ইসলাম।

উল্লেখ্য, ইসলাম ধর্ম গ্রহণ করার পর ক্যাট স্টিভেন্স তার সঙ্গীত জীবন ছেড়ে দেন। এরপর পুরোপুরি ব্রতী হন সমাজ সেবায়৷ বিশেষ করে দরিদ্র মুসলিম শিশুদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেন৷ ১৯৮১ সালে লন্ডনে প্রতিষ্ঠা করেন ‘ইসলামিয়া প্রাইমারি স্কুল’৷ তাছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে মানবিক ও সামাজিক সংগঠনের সাথে কাজ করেন তিনি৷ এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে

তবে, সম্প্রতি সময়ে ক্যাট স্টিভেন্সকে আবার বিভিন্ন মঞ্চে গান গাইতে দেখা যায়। বর্তমানে অনেক কনসার্টে তার লাইভ গানের আসর হয়ে থাকে। এ সংক্রান্ত কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে

অন্যদিকে, বিভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন কী ওয়ার্ড ধরে অনুসন্ধান করেও ভারতে ড. শিবশক্তি স্বরূপজী নামে কোনো ধর্মগুরুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, এবং তার মুসলিম ধর্মে ধর্মান্তরিত হওয়ারও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কিছু ভুঁইফোড় পোর্টালে ড. শিবশক্তি স্বরূপজীর হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণের ভিত্তিহীন কাহিনি পাওয়া যায়। সেগুলো দেখুন এখানে এবং এখানে

অতএব, এ ব্যাপারে নিশ্চিত ভাবে বলা যায় যে ফেসবুকে প্রচার হওয়া ছবিটি ড. শিবশক্তি স্বরূপজী নামের কোনো ধর্মগুরুর নয় এবং ছবির সাথে যুক্ত ক্যাপশনেরও কোনো বাস্তবতা নেই।

সঙ্গত কারণে, ভিত্তিহীন এই দাবিটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.