সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার সদস্যদের ছবি দাবি করে কয়েকজন নারীর ছবি ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছবিটি বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার নয় বরং জামায়াতে ইসলামী পাকিস্তানের মহিলা শাখা কর্তৃক করাচিতে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজন নারীর ছবি। গত ২৬ ডিসেম্বর,২০২৪ এ বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ফেসবুক পেজ থেকে ২০২৫ সেশনের জন্য সভানেত্রী ও সেক্রেটারি জেনারেল মনোনয়নের ঘোষণা দেওয়া হয়। এর প্রেক্ষিতে ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
রিভার্স ইমেজ সার্চ করে ‘JI Women Karachi’ নামক একটি ফেসবুক পেজ থেকে ৮ ডিসেম্বর, ২০২৪ এ শেয়ার করা একটি পোস্টে হুবহু একই ছবি খুঁজে পাওয়া যায়। পোস্টের ক্যাপশন থেকে জানা যাচ্ছে, পাকিস্তান জামায়াতে ইসলামীর মহিলা শাখা (JI women wing) করাচিতে “লেটস গেট সোশ্যাল ফর সোশ্যাল মিডিয়া” শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে যেখানে অংশগ্রহণকারীদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ এর ব্যবহার শেখানো হয়।
একই পোস্টে তাদের একটি লিফলেটের ছবিও শেয়ার করা হয়েছে।
এদিকে আলোচ্য ভাইরাল ছবির ক্যাপশনে বলা হয়েছে – “বাংলাদেশইসলামিছাত্রীসংস্থা২০২৫সেশনেরসভানেত্রীনির্বাচনএবংসেক্রেটারিজেনারেলমনোনয়নসম্পন্ন।মোছাঃমুনজিয়াফারিহা, কেন্দ্রীয়সভানেত্রী।মোছাঃউম্মেআরওয়া, সেক্রেটারিজেনারেল।”
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ফেসবুক পেজের ২৬ ডিসেম্বরের পোস্ট থেকে জানা যাচ্ছে, প্রকৃতপক্ষেই এ দুজনকে ২০২৫ সেশনের জন্য মনোনীত করা হয়েছে।
অর্থাৎ বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার সভানেত্রী ও সেক্রেটারি জেনারেল মনোনয়নের খবরটি সঠিক হলেও, পোস্টে সংযুক্ত ছবিটি পাকিস্তান জামায়াতে ইসলামীর মহিলা শাখার সদস্যদের। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ পোস্টকে বিভ্রান্তিকর সাব্যস্ত করছে।
Claim: বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার সদস্যদের ছবি দাবি করে কয়েকজন নারীর ছবি শেয়ার করা হচ্ছে ফেসবুকে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh