সাম্প্রতিক সময়ে “ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র” নামক একটি ফেসবুক পেইজ থেকে জাইকা ও আমেরিকার দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের জন্য বিভিন্ন পদে পুরুষ এবং মহিলা নিয়োগের বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। বিজ্ঞপ্তিটির শেষে একটি ই-মেইল অ্যাড্রেসও যুক্ত করে দেওয়া হয়েছে। তবে, ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে যে, “ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র” এর প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া এবং এর সাথে ইউনিসেফের কোন সম্পর্ক নেই। সামাজিক মাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিটিতে ব্যবহৃত ই-মেইল অ্যাড্রেস (unicefnos[at]gmail[dot]com) এবং ইউনিসেফ বাংলাদেশ এর ই-মেইল অ্যাড্রেস (infobangladesh[at]unicef[dot]org) এর মধ্যে বৈসাদৃশ্য থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া, ইউনিসেফ বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ইউনিসেফের নাম এবং লোগো ব্যবহার করে মিথ্যা চাকরির বিজ্ঞপ্তি থেকে সাবধান থাকতে বলা হয়েছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।
“ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র” নামক ফেসবুক পেইজ থেকে প্রচারকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটির সত্যতা যাচাই করতে আমরা পুরো বিজ্ঞপ্তিটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখি। বিজ্ঞপ্তিটিতে ১৬১০ টি পদে আগ্রহ প্রার্থীদের ৩০ জুন ২০২৩ তারিখের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ই-মেইল ঠিকানায় পদের নাম, ছবি ও মোবাইল নাম্বারসহ দরখাস্ত পাঠাতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিটির শেষে উল্লেখিত ই-মেইল অ্যাড্রেসটি (unicefnos[at]gmail[dot]com) খেয়াল করলে দেখা যাবে যে সেটা একটি জিমেইল অ্যাকাউন্ট। অপরদিকে, ইউনিসেফ বাংলাদেশ এর ওয়েবসাইটে গিয়ে তাদের অফিসিয়াল ই-মেইল অ্যাড্রেসটি (infobangladesh[at]unicef[dot]org) লক্ষ্য করে দেখা গেছে তার সাথে উক্ত বিজ্ঞপ্তিতে থাকা ই-মেইল অ্যাড্রেসের কোন মিল নেই।
Image: Official e-mail address of UNICEF Bangladesh
উল্লেখ্য, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটির কমেন্ট সেকশনে অনেককেই চাকরির আগ্রহ প্রকাশ করতে দেখা গেছে। এদিকে, ইউনিসেফ বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে একটি পোস্ট-এ ইউনিসেফের নাম এবং লোগো ব্যবহার করে অর্থের বিনিময়ে চাকরির প্রস্তাব দেয়া বিজ্ঞপ্তি থেকে সাবধান থাকতে বলা হয়েছে।
অতএব, সামাজিক মাধ্যমে “ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র” নামক ফেসবুক পেইজ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচার করা হচ্ছে তার সাথে প্রকৃত ইউনিসেফ এর কোন সম্পৃক্ততা নেই।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।