চলচ্চিত্র নায়ক রুবেলের গাড়ির উপরে কাঁঠাল পড়ার গুজব

12
চলচ্চিত্র নায়ক রুবেলের গাড়ির উপরে কাঁঠাল পড়ার গুজব
চলচ্চিত্র নায়ক রুবেলের গাড়ির উপরে কাঁঠাল পড়ার গুজব

Published on: [post_published]

সম্প্রতি ” গাছপাকা কাঁঠাল পড়ে ভেঙে গেলো চিত্রনায়ক রুবেলের গাড়ির গ্লাস। ঘটনাটি আজ দুপুরে তার ইস্কাটনের বাসার সামনে ঘটেছে”- ক্যাপশনে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।   অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ছবিটি কিছুদিন আগে ইংরেজি ভাষার একটি ওয়েবসাইট থেকে গুগলে আপলোড করা হয়েছে। সেসময়ে প্রকাশিত ছবিটির নিচে বৈশ্বিক নাগরিকদের অনেকেই বিভিন্ন হাস্যরসের মন্তব্য করেছে। এছাড়াও যোগাযোগ করে  জানা গেছে, চলচ্চিত্র নায়ক রুবেলের একমাত্র ব্যবহৃত গাড়িটি লাল রঙের Allion A15 মডেলের যেটি কি-না অক্ষত আছে এবং কোনো গাছপাকা কাঁঠাল পড়ে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়নি। যথাসঙ্গত কারণেই এ সকল ক্যাপশনে প্রকাশিত ছবিটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করেছে।

ফেসবুকে শেয়ারকৃত এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন –

এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

বিভ্রান্তিকর কিছু কমেন্টের স্ক্রিনশট দেখুন নিচে


ফ্যাক্ট-ওয়াচের অনুসন্ধান: উক্ত ক্যাপশনে ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, ফেসবুকে ভাইরাল হবার পাঁচদিন আগে ছবিটি “before you ask, it’s a jackfruit” ক্যাপশনে   গুগলে আপলোড করা হয়েছে।

পরবর্তীতে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে চলচ্চিত্র নায়ক রুবেলের প্রতিষ্ঠিত মার্শাল আর্ট প্রতিষ্ঠান Young Dragon Martial Art Center- the fight school প্রধান ব্রাঞ্চের  শিক্ষার্থী  Sajidur Rahman Siddiky সাথে যোগাযোগ করা হলে হলে তিনি জানান, “ফেসবুকে ভাইরাল পোস্টটি সম্পূর্ণ মিথ্যা। ওস্তাদের Allion A15 মডেলের একমাত্র গাড়িটির রঙ লাল এবং গাড়িটি সম্পূর্ণ অক্ষত আছে।“ উল্লেখ্য যে, Young Dragon Martial Art Center- the fight school এর রাজধানীতে কয়েকটি ব্রাঞ্চ থাকলেও ইস্কাটনের প্রধান ব্রাঞ্চটিতে চিত্রনায়ক রুবেল প্রতি শুক্রবার নিজে প্রশিক্ষণ দিয়ে থাকেন।

এছাড়াও বিভিন্ন কী-ওয়ার্ড সার্চে দেখা যায়, চলচ্চিত্র অভিনেতা আবুল হায়াতের নামেও ছবিটি ভাইরাল হয়েছে। ছবিটি ব্যবহার করে সেখানে বলা হয়েছে, “গাছ থেকে কাঁঠাল পড়ে ভেঙে গেল আবুল হায়াতের গাড়ির কাঁচ… গাড়ির কোম্পানির বিরুদ্ধে মামলা করা উচিত”।

পোস্টটি দেখুন এখানে

সুতরাং এটি সুস্পষ্ট যে, ভাইরাল ছবিটি চলচ্চিত্র নায়ক রুবেলের গাড়ির উপরে পড়ার কোনো ছবি নয়। যেকারণে উক্ত ক্যাপশনে ভাইরাল ছবিগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.