‘৭১-এ জামায়াত কোনো ভুল করেনি’ – শীর্ষক ফটোকার্ডটি বিকৃত

34
‘৭১-এ জামায়াত কোনো ভুল করেনি’ – শীর্ষক ফটোকার্ডটি বিকৃত
‘৭১-এ জামায়াত কোনো ভুল করেনি’ – শীর্ষক ফটোকার্ডটি বিকৃত

জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন ৭১-এ জামায়াত কোনো ভুল করেনি – এমন সংবাদ সম্বলিত দৈনিক আমার দেশের আদলে বানানো একটি ফটোকার্ড ফেসবুকে পাওয়া যাচ্ছে। ফটোকার্ডে শফিকুর রহমানের উদ্ধৃতি হিসেবে বলা হয়, “বিগত দিনগুলোতে জাতিকে ভুল ইতিহাস শিক্ষা দেওয়া হয়েছে। জামায়াত স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। জামায়াত শীর্ষ নেতারা ৭১ এর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা জাতীয় বীর। অধ্যাপক গোলাম আজম কে বীর প্রতীক উপাধি দেওয়ার কথা থাকলেও অদৃশ্য কারণে তা দেওয়া হয়নি”। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভিত্তিহীন। আমার দেশ এমন কোনো ফটোকার্ড এবং সংবাদ প্রকাশ করেনি। তাদের লোগো ব্যবহার করে এমন উক্তিসহ ফটোকার্ডোটি প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। এছাড়া মূলধারার গণমাধ্যমেও জামায়াতের আমিরের এমন বিবৃতি খুঁজে পাওয়া যায়নি।

গুজবের উৎস

জানুয়ারির ৯ তারিখ থেকে ফেসবুকে পোস্টটি ছড়ায়। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান 

আমার দেশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ সন্ধান করে দেখা যাচ্ছে তারা এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বানোয়াট ফটোকার্ডের ফরম্যাট ও ফন্টের সাথে আমার দেশের আসল ফটোকার্ডের পার্থক্য লক্ষণীয়। এছাড়া ফটোকার্ডটি বানানোর সময় “ভুল”, “বীর প্রতীক”,”কারণে”- এ শব্দগুলোকে ভুল বানানে “ভূল”, “বীর প্রতিক” এবং “কারনে” লেখা হয়েছে। 

জামায়াতের আমির এমন বিবৃতি দিয়েছেন বলে মূলধারার গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। গণমাধ্যম থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ নভেম্বর যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, যদি একাত্তরে জামায়াত কোনো ভুল করে থাকে এবং তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন। তবে সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর সাথে সম্পর্কিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির তাদের দলীয় প্রকাশনা “ছাত্র সংবাদ”-এ মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত প্রবন্ধ ছাপানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে, এবং অনলাইন ও প্রিন্ট কপি প্রত্যাহার করে নিয়েছে। 

মূলত আমার দেশের লোগো ব্যবহার করে উল্লেখিত উক্তিসহ ফটোকার্ডোটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। সবদিক বিবেচনায় বানোয়াট ফটোকার্ডটিকে ফ্যাক্টওয়াচ “বিকৃত” চিহ্নিত করছে।

Claim:
জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন ৭১-এ জামায়াত কোনো ভুল করেনি – এমন সংবাদ সম্বলিত দৈনিক আমার দেশের আদলে বানানো একটি ফটোকার্ড ফেসবুকে পাওয়া যাচ্ছে। ফটোকার্ডে শফিকুর রহমানের উদ্ধৃতি হিসেবে বলা হয়, “বিগত দিনগুলোতে জাতিকে ভুল ইতিহাস শিক্ষা দেওয়া হয়েছে। জামায়াত স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। জামায়াত শীর্ষ নেতারা ৭১ এর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা জাতীয় বীর। অধ্যাপক গোলাম আজম কে বীর প্রতীক উপাধি দেওয়ার কথা থাকলেও অদৃশ্য কারণে তা দেওয়া হয়নি”।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh