জে পার্ক এর বিতর্কিত গানকে কে-পপ ব্যান্ড বিটিএস এর বলে প্রচার

87
জে পার্ক এর বিতর্কিত গানকে কে-পপ ব্যান্ড বিটিএস এর বলে প্রচার
জে পার্ক এর বিতর্কিত গানকে কে-পপ ব্যান্ড বিটিএস এর বলে প্রচার

Published on: [post_published]

দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএস তাদের একটি গানে ইসলামকে অবমাননা করেছে- এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, সেখানে যে গানটির কথা উল্লেখ করা হচ্ছে সেটি বিটিএস এর গান নয়। জে পার্ক (Jay Park) নামে একজন র‍্যাপারসহ আরোও কয়েকজন মিলে এই গানটি তৈরি করেছিলো। এর সাথে বিটিএসের কোনো সম্পৃক্ততা নেই।

ভিডিওসহ কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

৫ মিনিট ৫৮ সেকেন্ড দীর্ঘ ভিডিওতে একটি গানের লিরিক নিয়ে কথা বলা হচ্ছে। দাবি করা হচ্ছে, গানটি বিটিএসের গাওয়া এবং সেখানে “আল্লাহকে অপমান” করা হয়েছে। সম্প্রতি বিটিএসের বাংলাদেশে আসা প্রসঙ্গে ভিডিওটি ভাইরাল হচ্ছে।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল ভিডিওতে “Jay Park a young God” শিরোনামে একটি গানের লিরিক দেখানো হয়। এই কি-ওয়ার্ডের মাধ্যমে অনুসন্ধান করে জানা যায় গানের নাম “MUKKBANG” এবং এই গানের চারজন আর্টিস্টের মধ্যে একজনের নাম “Jay Park” । বাকি তিনজন হলেন, “Lil Cherry”, ” GOLDBUUDA”, “Jay Park” এবং “BIBI”। এদের মধ্যে কোথাও দাবিকৃত বিটিএসের কোনো সদস্যের নাম নেই। ২ মিনিট ৪২ সেকেন্ড দীর্ঘ এই গানে জে পার্কের অংশটি নিয়েই মূলত বিতর্ক তৈরি হয়।

উক্ত গানটির লিরিক দেখুন এখানে

বর্তমানে ভাইরাল ভিডিওতেও গানের এই অংশটিকেই বিটিএসের বলে দাবি করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে মূল গানটি বিটিএসের নয়, জে পার্কের। জে পার্ক একজন আমেরিকান র‍্যাপার। তিনি কোরিয়ান পপ ব্যান্ড বিটিএসের কোনো সদস্য নন। অর্থাৎ, ভিডিওতে যে গানটির উপর ভিত্তি করে দাবি করা হচ্ছে যে, বিটিএস ইসলামকে অপমান করেছে সেটি বিটিএসের গান নয়।

পুনরায় অনুসন্ধানে এনএমই ম্যাগাজিনের একটি প্রতিবেদনে এ সংক্রান্ত একটি টুইট খুঁজে পাওয়া যায়। জে পার্কের উক্ত টুইটে তিনি তার মুসলমান ভক্তদের কাছে এই গানের জন্য ক্ষমা চেয়েছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি বিটিএসের বাংলাদেশে আসা নিয়ে একটি খবর ফেসবুকে ভাইরাল। এর প্রেক্ষিতেই বিটিএসের নামে এই ভিডিওটি ভাইরাল হচ্ছে।

অতএব, বিষয়টি পরিষ্কার যে বিটিএস ইসলামকে অপমান করে গান তৈরি করেনি। যে গানটির কথা বলা হচ্ছে সেটি বিটিএসের নয়, জে পার্কের। তাই এসব ভিডিওকে ফ্যাক্টওয়াচ ” মিথ্যা” চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.