জো বাইডেন কি শেখ হাসিনাকে পদত্যাগের অনুরোধ করেছেন ?

21
জো বাইডেন কি শেখ হাসিনাকে পদত্যাগের অনুরোধ করেছেন ? জো বাইডেন কি শেখ হাসিনাকে পদত্যাগের অনুরোধ করেছেন ?

Published on: [post_published]

আগামী ১ সপ্তাহের মধ্যে শেখ হাসিনা কে পদত্যাগের নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো – বাইডেন – এমন একটি খবর ফেসবুকে ভাইরাল হয়েছে। খবরের উৎস হিসেবে আল জাজিরাকে উল্লেখ করা হলেও আল জাজিরায় কিংবা অন্য কোনো গণমাধ্যমে  এমন কোনো খবর পাওয়া যায়নি ।  প্রথম আলোর একটি তারিখবিহীন স্ক্রিনশটকে অনেকে রেফারেন্স হিসেবে দাবি করলেও অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই স্ক্রিনশটটি নকল, এবং দৈনিক প্রথম আলোতে এমন কোনো খবর প্রকাশিত হয়নি। সঙ্গত কারনে ফ্যাক্টওয়াচ এই খবরটিকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে


ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি  নামক আনভেরিফাইড ফেসবুক পেজ থেকে গত ৫ই আগস্ট বেলা ১২টা ৪৮ মিনিটে এই ছবি/স্ক্রিনশটটি আপলোড করা হয়। দৈনিক প্রথম আলো’র মনোগ্রাম সম্বলিত এই স্ক্রিনশটে লেখা ছিল, আগামী এক সাপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জ-বাইডেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে সরিয়ে নেয়ারও কড়া হুশিয়ারী দেন তিনি । আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।  (বানান অবিকৃত রাখা হয়েছে)

আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে কখনো সাক্ষাৎকার দিয়েছেন কিনা, সেটি নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নিকট অতীতে তিনি আল জাজিরাকে সাক্ষাৎকার দেননি, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। আল জাজিরার ওয়েবসাইটে জো বাইডেন সম্পর্কিত যে  খবরগুলো দেখা যাচ্ছে, তার মধ্যে কোনোটার সাথেই বাংলাদেশ সম্পর্কিত নয়।

এমনকি, আল জাজিরার ওয়েবসাইটে বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রতিক খবরাখবরেও জো বাইডেন এর এমন ধরনের অনুরোধ বা নির্দেশ খুজে পাওয়া যায়নি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৬শে মার্চ একটি চিঠি দিয়েছিলেন। এই চিঠিতে বাংলাদেশের আসন্ন নির্বাচন এবং জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি উঠে এসেছিল। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া দাবির মত এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ , বা শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদশের প্রত্যাহারের হুশিয়ারীর মত কিছু ছিল না। আমেরিকান এম্ব্যাসীর ওয়েবসাইটে চিঠিটি দেখতে পাবেন এখানে

এছাড়া, আমেরিকান এম্ব্যাসির ওয়েবসাইটে প্রকাশিত সাম্প্রতিক কোনো খবর বা নিবন্ধে জো বাইডেনের এমন ধরনের কোনো অনুরোধ দেখা যাচ্ছে না।

ছড়িয়ে পড়া স্ক্রিনশটে ‘প্রথম আলো’ এর লোগো দেখা গেলেও , প্রথম আলোর লেখার আঙ্গিক এবং ফন্ট এর সাথে এর কোনো সাদৃশ্য নাই। এমনকি, ছড়ি পড়া স্ক্রিনশটে বানান ভুল ও লক্ষনীয় ।

এছাড়া, প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক পেজ ৮ই আগস্টের একটি পোস্ট থেকে জানানো হয়েছে, প্রথম আলোর নামে ছড়ানো এই সংবাদটি নকল।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই সংক্রান্ত ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

No Factcheck schema data available.